Mamata Banerjee-SRK Birthday: 'অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে...', শাহরুখের ৬০তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

Mamata Banerjee SRK Birthday Wish: রবিবাসরীয় জন্মদিন উদযাপনে মেতেছেন কিং খান। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। ভাই সম্বোধন করে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee SRK Birthday Wish: রবিবাসরীয় জন্মদিন উদযাপনে মেতেছেন কিং খান। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। ভাই সম্বোধন করে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শাহরুখকে শুভেচ্ছা

Shah Rukh khan Birthday: বলিউডে এখন সাজ সাজ রব। কারণ ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি 'দ্য ব্যাস্টার্ডস অব বলিউড'-তে ক্যামিও ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। রবিবাসরীয় জন্মদিন উদযাপনে মেতেছেন কিং খান। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার ভাই শাহরুখ খানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! তোমার অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে আরও বহু বছর ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো। @iamsrk।'

Advertisment

আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার

Advertisment

এটি প্রথম নয়, মুখ্যমন্ত্রী আগেও প্রকাশ্যে শাহরুখের প্রতি তাঁর স্নেহ-ভালবাসা উজার করে দিয়েছেন। চলতি বছরের জুলাই মাসে ‘কিং’ ছবির শুটিং চলাকালীন শাহরুখের পেশিতে চোট লাগার খবর প্রকাশ পেলে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনও এক্স-এ তিনি লিখেছিলেন, 'আমার ভাই শাহরুখ খানের শুটিং চলাকালীন চোট পাওয়ার খবর শুনে চিন্তিত হয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। @iamsrk (sic)।' উল্লেখ্য, অভিনেতাকে সবসময়ই ভাই সম্বোধন করেন।

আরও পড়ুন জন্মদিনে শাহরুখের মারকাটারি লুক! রক্তাক্ত মুখ-সোনালি চুল-তীক্ষ্ন দৃষ্টি, দেখুন 'কিং' মুভির আগুন ঝরানো ক্লিপিং

মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানের সম্পর্ক বরাবরই আন্তরিক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বারবার ফুটে ওঠে সেই নজির। লাস্ট বাট নট ইন লিস্ট, বলিউডের তিন খানের মধ্যে শাহরুখ খান দ্বিতীয় যিনি এ বছর ৬০-এ পা দিলেন। এর আগে মার্চ মাসে আমির খান তাঁর ৬০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। ডিসেম্বর মাসে নিজের জন্মদিন পালন করবেন সালমন খান। এদিকে জন্মদিনে ভক্তদের সারপ্রাইজ দিলেন শাহরুখ। ৬০ তম জন্মদিনে মুক্তি পেল বহুপ্রতিক্ষীত কিং-এর টিজার। 

আরও পড়ুন আমির-সলমন মুখ ফেরাতেই ভরসা শাহরুখ, প্রথম সাক্ষাতে বলিউডের কিং-কে 'কুৎসিত' তকমা হেমার

SRK Birthday