Advertisment

সায়নী ঘোষ 'স্ট্রিট ফাইটার', ভার্চুয়াল প্রচারসভায় 'দরাজ' সার্টিফিকেট দলনেত্রী মমতার

বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিয়েই সত্য-শিব-সুন্দর বাংলা তৈরির অঙ্গীকার নিয়েছেন সায়নী। শামিল হয়েছেন একুশের মসনদ দখলের লড়াইয়ে বাংলা থেকে বিজেপি দূরীকরণের মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মাস্টারস্ট্রোকে'।

author-image
IE Bangla Web Desk
New Update
saayoni

'স্ট্রিট ফাইটার'ই বটে! রোদ-জল-কালবৈশাখী ঝড় কোনও কিছুর তোয়াক্কা না করেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন তিনি। স্টারতকমা ভেঙে চুরমার করে দিয়েছেন। এককথায়, ভোটপ্রচারের ময়দান কাঁপিয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। প্রত্যন্ত এলাকায় তাঁর জনসংযোগ ভঙ্গি মুগ্ধ করেছে সেখানকার বাসিন্দা তথা অনুরাগীদের। আসানসোলের পিচে পদ্মক্ষেত্র আগে থেকেই মজবুত থাকায়, এই কেন্দ্র থেকে তৃণমূল (TMC) প্রার্থী সায়নী ঘোষের জেতা যে যথেষ্ট চ্যালেঞ্জিং, তা অনেকেরই জানা। কিন্তু আসানসোল দক্ষিণে ঘাসফুল ফোটাতে কোনওরকম কসরত করতে ছাড়েননি সায়নী। অতঃপর গত দেড়মাসের এহেন কসরতের শংসাপত্রও পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে। শুক্রবার পশ্চিম বর্ধমানের ভার্চুয়াল সভায় দলনেত্রীর সপাট মন্তব্য, "সায়নী ঘোষ প্রকৃতপক্ষে 'স্ট্রিট ফাইটার'। খুব খেটেছে। ওকে ভোট দিয়ে জেতান।"

Advertisment

এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে ৯জন প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে হওয়া ভার্চুয়াল সভায় দলনেত্রীর মুখে প্রার্থী সায়নী ঘোষের নির্ভেজাল প্রশংসা, "সায়নী আমার মিষ্টি ময়ে, অনেক খেটেছে। আমি মন থেকে চাই সায়নী জিতুক। প্রচারের ময়দানে খুব পরিশ্রম করেছে ও। ওকে ভোট দিয়ে জেতালে ও কাজ করবে মানুষের জন্য।" কেন মমতা সরকারকেই দরকার ক্ষমতায়, সেকথাও মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, "আসানসোলে আমরা করিনি এমন কোনও কাজ নেই। শিক্ষাব্যবস্থা, জলের ব্যবস্থা, অণ্ডাল এয়ারপোর্ট, রাস্তাঘাট, সবেরই উন্নয়ন দেখেছে মানুষ। এখানে হিন্দু-মুসলিম শিখ ইসাই সর্ব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। আমরা চাই সেই সদ্ভাব বজায় থাকুক।" দিদির নির্দেশে বাধ্যছাত্রীর মতোই করজোরে ভোটপ্রার্থনা করতে দেখা গেল সায়নী ঘোষকেও।

publive-image

প্রসঙ্গত, বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে তৃণমূলে যোগ দিয়েই সত্য-শিব-সুন্দর বাংলা তৈরির অঙ্গীকার নিয়েছেন সায়নী ঘোষ। একুশের মসনদ দখলের লড়াইয়ে বাংলা থেকে বিজেপিকে হঠাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে শামিল হয়েছেন টলিউড অভিনেত্রী। প্রার্থী ঘোষণা হওয়ার পরদিন থেকেই আসানসোল দক্ষিণের মাটি কামড়ে পড়ে রয়েছেন। কারণ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের 'তুরুপের তাস' তিনিই। আগামী ২৬ এপ্রিল ভোটবাক্সে সায়নী ঘোষের ভাগ্যগণনা। রাজনীতির ময়দানে নবাগতার লড়াইও কঠিন। কারণ প্রতিপক্ষও হেভিওয়েট। প্রতিদ্বন্দ্বী রাজ্য বিজেপির (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই প্রেক্ষিতেই এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে ভোটপ্রার্থনা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শাসক দলের তরফে নির্বাচনী টিকিট পেয়েই একমুহূর্তও সময় নষ্ট করেননি সায়নী ঘোষ। কোথায় না গিয়েছেন, কয়লা খনি থেকে শুরু করে প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতে গিয়েও জনসংযোগ করেছেন। শুনেছেন সেখানকার মানুষদের অভাব-অভিযোগের কথা। আসানসোলের 'ভূমিকন্যা' বিজেপিপ্রার্থী অগ্নিমিত্রা পলকে হারাতে বদ্ধপরিকর তিনি।

Agnimitra Paul asansol tmc bjp Saayoni Ghosh Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment