/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/mamata-tolly-1.jpg)
সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজভবনে তৃণমূল (TMC) সুপ্রিমোকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর মুখ্যমন্ত্রী হিসেবে মমতার এই হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নুসরত জাহান, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ থেকে শুরু করে বিরোধীদলের যশ দাশগুপ্তও। বাম মনোভাবাপন্ন হলেও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) দিদি-স্পিরিটের প্রশংসায় পঞ্চমুখ। তাই বুধবার মমতার শপথবাক্য পাঠের পরই অভিনেতা টুইট করলেন, "যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি।"
"যতই নাড়ো কলকাঠি , নবান্নে সেই হাওয়াই চটি !"
(Borrowed from ‘16 timeline of a journo friend, who later switched sides & turned into a rabid right wing propagandist, to the extent of being an Arnab & a Trump supporter! moment of silence for him and his crew)— parambrata (@paramspeak) May 5, 2021
শুভেচ্ছা জানিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) লিখেছেন, "মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার জন্য দিদিকে অসংখ্য শুভেচ্ছা। আপনার মতাদর্শের জন্যই আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা মানবতার উপর আস্থা টিকে রয়েছে।"
Hearty Congratulations to our beloved Didi @MamataOfficial for taking oath as the CM - for the 3rd consecutive term. Your idealogy helps restore our faith in democracy, secularity & humanity. 💚✌🏻 pic.twitter.com/4Wgy3K0A4C
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) May 5, 2021
খাস অর্জুন সিং-গড় ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে রাজ চক্রবর্তীও (Raj Chakraborty) দলনেত্রীর উদ্দেশে লিখলেন, "দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনেক অভিনন্দন! বাংলা নিজের মেয়েকেই চায়। জয় বাংলা।" আসানসোল দক্ষিণে পরাজিত হলেও দলের সাফল্যে বেজায় উচ্ছ্বসিত সায়নী ঘোষ (Saayoni Ghosh)। মমতার শপথবাক্য পাঠের ছবি শেয়ার করে তিনিও অভিনন্দন জানিয়েছেন।
দিদি @MamataOfficial আপনাকে অনেক অভিনন্দন!
"বাংলা নিজের মেয়েকেই চায়"
জয় বাংলা✌️🙏 pic.twitter.com/bz14zZMqpg— Raj chakrabarty (@iamrajchoco) May 5, 2021
ওদিকে বিজেপিপ্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta), যিনি কিনা হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে পরাস্ত হয়েছেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন। লিখেছেন, "তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আপনাকে অভিনন্দন দিদি।"
Congratulations to Didi @MamataOfficial for taking oath and assuming the honourable position of CM of West Bengal for the 3rd time.
— Yash (@Yash_Dasgupta) May 5, 2021