রচনা বন্দোপাধ্যায় এবং সায়নী ঘোষ - তৃণমূলের দুই তারকা প্রার্থীর দিকেই নজর রেখেছিল সারা বাংলা। দুজনেই চূড়ান্ত প্রচার করেছেন। মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন।
Advertisment
যদিও, একথা ঠিক যে রচনা সায়নীর তুলনায় একটু বেশীই আলোচনায় ছিলেন। বিশেষ করে তাঁর মন্তব্যের জন্য। রচনা এমন কিছু বলতে শুরু করেন যে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও হুগলি বাসী জানিয়ে দিয়েছেন তাদের সিদ্ধান্ত। লকেট চট্টোপাধ্যায় এর থেকে প্রায় ৪৭ হাজার ভোটে এগিয়ে তিনি।
তাঁর জেতার সম্ভাবনা প্রচুর। অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় প্রায় ৫ লক্ষ ৩৭ হাজার ৬০টি ভোট পেয়েছেন। এগিয়ে আছেন অনেকটাই। এবং আশা করা যাচ্ছে এই কেন্দ্রে রচনা বিজয়ী ঘোষিত হবে। অন্যদিকে, আরেক নেত্রী সায়নী ঘোষ। যার দিকেও গোটা বাংলার নজর ছিল।
অভিনেত্রী বিরাট অংকের লিড নিয়েছেন। সৃজন ভট্টাচার্যের আশায় জল ঢেলে অভিনেত্রী এগিয়ে রয়েছেন প্রায় ২ লক্ষ ২৪ হাজার ভোটের মত। যে সৃজনকে নিয়ে এবার অনেকেই আশা করেছিলেন সেও দিদির সামনে টিকতে পারল না। সকাল থেকেই একচেটিয়া ভোট ছিনিয়ে নিলেন সায়নী।
অনেকদিন ধরেই তৃণমূলের হয়ে গলা ফাটান তিনি। কিন্তু এবার সামনে থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আর যাদবপুর কেন্দ্রে এর আগেও একজন নায়িকাই সাংসদ পদে ছিলেন। মিমি চক্রবর্তীর জায়গায় এবার সায়নী ঘোষ। ফের এক বিনোদুনিয়ার সাংসদ পেতে চলেছে যাদবপুর।
উল্লেখ্য, এবার তৃণমূলের লাগামছাড়া জয় বাংলায়। দিদির ওপরেই ভরসা রেখেছেন তাঁরা। রাজ্য জুড়ে শুধুই সবুজ ঝড়।