Mamata Kulkarni: গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে সন্ন্যাস গ্রহণ? কিং খানের নায়িকার নতুন জীবন শুরু মহাকুম্ভ থেকে..

Mamata Kulkarni-Bollywood: সুত্র বলছে, এদিন সকালে তিনি মহাকুম্ভের কিন্নর আখাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি, আচার্য মহামণ্ডলেশ্বর ডাঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে দেখা করেন তিনি।

Mamata Kulkarni-Bollywood: সুত্র বলছে, এদিন সকালে তিনি মহাকুম্ভের কিন্নর আখাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি, আচার্য মহামণ্ডলেশ্বর ডাঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে দেখা করেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mamata took Sannyas: শেষে সন্ন্যাস নিলেন তিনি?

Mamata took Sannyas: শেষে সন্ন্যাস নিলেন তিনি? Photograph: (Instagram)

তারকারা কখন কী যে করেন, বোঝা সম্ভব না। শাহরুখের সহ-অভিনেত্রী যে এহেন কাণ্ড ঘটিয়ে বসবেন, জানা ছিল? ৯০ এর দশকের এই তারকা যা করলেন তাতে চমকে যেতে হয়। প্রসঙ্গে শাহরুখের করণ অর্জুনের নায়িকা মমতা কুলকারনি। নতুন অবতারে দেখা গেল নায়িকাকে। 

Advertisment

অভিনেত্রী, বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন। যদিও বা মাঝেমধ্যে তাঁকে সমাজ মাধ্যমে দেখা যেত। কিন্তু, এবার তিনি যা করলেন, যাতে ফের আলোচনায় তিনি। অভিনেত্রী নাকি সন্ন্যাস নিয়েছেন? খবর ঠিক এমনই। গেরুয়া বসন, কপালে তিলক, রুদ্রাক্ষের মালা সব মিলিয়ে আদ্যোপান্ত সন্ন্যাসিনী তিনি। কোথা থেকে সন্ন্যাস নিলেন তিনি? 

Advertisment

সুত্র বলছে, এদিন সকালে তিনি মহাকুম্ভের কিন্নর আখাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি, আচার্য মহামণ্ডলেশ্বর ডাঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে দেখা করেন তিনি। দুজনে প্রায় অনেকদিন আলোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, হিন্দু সন্ন্যাসীদের মতো তিনি গেরুয়া পোশাকে ঘুরছেন। অভিনেত্রীর নতুন কী নাম হয়েছে?

সন্ন্যাস নিলে নিজের নতুন নাম নিতে হয়। পুরনো সবকিছু ঝেড়ে ফেলে একদম নতুন পরিচয় নিতে হয়। তিনিও তাই করেছেন। জানা যাচ্ছে, তাঁর নতুন নাম শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি। কিন্তু, হঠাৎ কেন এহেন সিদ্ধান্ত নিতে হল তাঁকে?

জানা যাচ্ছে, শুক্রবার মমতা কুলকার্নিকে নিয়ে অল ইন্ডিয়া আখড়ার প্রেসিডেন্ট রবীন্দ্র পুরীর কাছে যান মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। এবং, তারপর নিজের ধর্ম সংক্রান্ত মতামত রাখেন মমতা। ভগবান রাম সীতা এবং মহাদেব-পার্বতীকে নিয়ে নানা কথা বলেন তিনি। যদিও কেন তিনি এতে যোগ দিলেন, সেই বিষয় গোপন রাখা হয়েছে।   

bollywood bollywood actress