Advertisment

Mamata Shankar-Swastika: 'শাড়ির আঁচলেই সব সম্মান লুকিয়ে কিনা…', মমতা শঙ্করের শালীনতা মন্তব্যের পরেই স্বস্তিকা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াবেন?

Swastika Mukherjee Statement: মমতা শঙ্করের বক্তব্যে নিন্দার ঝড়! রাগের চোটে স্বস্তিকা যা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata shankar, mamata shankar controversy, mamata shankar update, mamata shankar news, mamata shankar comments o saree, mamata shankar tollywood, swastika mukherjee, swastika news, swastika mukherjee fb rupanjana mitra, tollywood news

Mamata Shankar-Swastika: বর্ষীয়ান অভিনেত্রীকে কী বলেন তিনি?

মমতা শঙ্কর নিজেই নিজের মন্তব্যের কারণে ফেঁসেছেন। বিশেষ করে, এই যুগে দাঁড়িয়ে তাঁর এমন এক উক্তি যেন ভস্মে ঘি ঢালার মতো। মেয়েদের পোশাক নিয়ে এহেন কটূক্তি, শাড়ির আঁচল সঠিক জায়গায় নেই। যে মেয়েরা ল্যাম্প পোস্টের নীচে দাঁড়ায়, তাঁদের নিয়ে নানা সমালোচনা!

Advertisment

অভিনেত্রী জীবনে এই প্রথম জনতার রোষানলে। তিনি বলেছেন, পুরুষদের সম্মান পেতে গেলে মেয়েদের নিজেদের আত্মসম্মান বজায় রাখতে হয়। কেউ কেউ তাঁকে সহ্মত দিয়েছেন। আবার কেউ কেউ তাঁকে তুলোধোনা করেছেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় রেগে আগুন। তিনি নিজেই হাত বাড়ালেন ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো মেয়েগুলোকে সঙ্গ দেবেন বলে। একটি ছবি, যাতে দেখা যাচ্ছে একটা মেয়ে শাড়ির আঁচল হালকা নামিয়ে রেখেছে, এবং দাঁড়িয়ে রয়েছে ল্যাম্প পোস্টের নিচে। সেটি শেয়ার করেই স্বস্তিকা লিখেছেন,

আরও পড়ুন - Mamata Shankar: শাড়ির আঁচল ঠিক নেই থেকে ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মেয়েদের কটূক্তি! মমতা শঙ্করের মন্তব্যে ‘রে রে’ করলেন সুদীপ্তা-রূপাঞ্জনা?

"দারুণ হয়েছে। আমিও এরকম একটা ছবি তুলব, ল্যামপোস্ট এর নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলো কে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরা জানতো।"

অন্যদিকে, রুপাঞ্জনা শুরুর দিকে মমতা শঙ্করকে যা তা বললেও, এবার তিনি সরব। তাঁর কথায়, একজন মানুষের কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে। যেখানে ১০% রয়েছে একটি মানুষের আসল বক্তব্য। বাকিটা নিজের মতো মনগড়া কথা বলে দেওয়া হয়েছে। দ্বিমত রয়েছে সমস্ত ঘটনায়।

tollywood Swastika Mukherjee Mamata Shankar Entertainment News
Advertisment