একটা মেয়ে যেন সব কিছু এক করে দিয়ে গেল...', সমাজ মাধ্যমের পাতায় এমন উল্লেখ কম নেই। চারিদিকে প্রতিবাদের ঢল নেমেছে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারা অনেকেই সরব হয়েছেন। আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন মমতা শঙ্কর।
অভিনেত্রী এর আগে একবার মেয়েদের শাড়ির আঁচল নিয়ে বিতর্কিত মন্তব্য করায়, নানা কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর শিক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। আর আজ, ফের একবার রাস্তায় নেমে প্রতিবাদ করলেন তিনি। সকলের যা দাবি, মমতা শঙ্কর ঠিক তেমনটাই বললেন। অভিনেত্রী বললেন...
যে দাবি সবাই তুলছে, আমরাও সেই একই দাবি তুলছি যে শাস্তি হোক। কঠোরতম শাস্তি হোক। বিচার হোক। তাড়াতাড়ি হোক। এটা তো আমরা দেখেছি কোর্টে উঠলে, বা কোনও বিচারের আশায় কিছু উঠলে সেটা অনেক দেরি হয়ে যায়। এমনকি কোন শুনানি হবে, আমরা কিছুই জানি না। সেটা যেন না হয়। খুব তাড়াতাড়ি যেন বিচার হয়। এছাড়াও আরও দাবি জানিয়েছেন।
আরও পড়ুন - Karan Johar: ‘আপনার বাচ্চার মা কে?’ কঠিন জবাবেই সকলের বিভ্রান্তি দূর করলেন করণ…
তাঁর কথায়, "যারা সেদিন ছিল তাদের আটক কেন করা হল না? যারা এই ঘৃণ্য কাজ করল, তাদের কোনও স্টেপ কেন নেওয়া হল না? আমার অবাক লাগছে! জায়গাটা সিজ করা হল না কেন? কোনও মানুষ যাতে ঢুকতে না পারে, সেটা কেন ব্যবস্থা করা হল না! আমার অবাক লাগছে.."। মমতা শঙ্কর এও জানালেন, তিনি চান অপরাধীদের কঠোর শাস্তি হোক।
যেভাবে মেয়েটি যন্ত্রণা সহ্য করেছে সেসময়, অপরাধীরা যেন ঠিক সেই জ্বালা এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। অভিনেত্রীর মুখে ঠিক এমন কথাই শোনা গেল। তিনি বলছেন, "কঠোর শাস্তি হোক। যেন এমন যন্ত্রণা পায়, যেটা ওই মেয়েটাও পেয়েছিল। খুব কঠোর শাস্তি না পেলে বিচার ঠিকঠাক হবে না।" আজ মমতা শঙ্করের সঙ্গে রাস্তায় নেমেছিলেন তাঁর স্কুলের ছাত্রীরাও।