Mamata Shankar-Mithun: অভিনেত্রী মমতা শঙ্কর এখন পদ্মশ্রী। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। এর আগে, তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে বেশি। তাঁর থেকেও বড় কথা, বর্তমানে অভিনেত্রী আনন্দে আত্মহারা। এবং একথাই তিনি বারবার জানিয়েছেন যে এসময় দাঁড়িয়ে নিজের বাবা মায়ের সঙ্গে সঙ্গে অনেকের কথা মনে পড়ছে তাঁর।
অভিনেত্রী ১৯৭৫ সালে কাজ শুরু করেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের সঙ্গে। জাতীয় পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম ছবিতে কাজ করেছিলেন। আর আগামী বছর ৫০ বছর পূর্ণ হবে। তাঁর আগেই দুজনে তাঁদের জীবনের শ্রেষ্ঠ দুই পুরস্কার পেয়ে গেলেন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "৫০ বছর আগে মৃণাল দা আমায় আর মিঠুনকে সিনেমায় নিয়ে এসেছিলেন একসঙ্গে। আর খুব অদ্ভুত বিষয়টা, মিঠুন ওর জন্মদিনের কিছুদিন আগে দাদাসাহেব ফালকে পুরস্কারটা পেল। আর আমিও আমার জন্মদিনের কিছুদিনের মধ্যে পেলাম।"
আজ এই বিশেষ দিনে কার কার কথা মনে পড়ছে তাঁর? তাঁর বাবা উদয় শঙ্কর পেয়েছিলেন পদ্ম বিভূষন, তাঁর মা পেয়েছিলেন পদ্ম ভূষণ, আর এরপর তিনি। পারিবারিক ভাবে তিনি তৃতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কার পাচ্ছেন। তাই এই বিশেষ সময়ে সবথেকে বেশি তাঁর মনে পড়ছে পরিবারকেও। অভিনেত্রীর কথায়...
তাঁর মনে পড়ছে বাবা মা, দাদা কাকা সকলের কথা। আরও অনেকের কথাই তাঁর মনে পড়ছে। অভিনেত্রী বললেন, "আমার আরও মনে পড়ছে মৃণাল দার কথা, মানিক কাকুর কথা। ওরা থাকলে বোধহয় খুব খুশি হতেন। এমনকি, আমার মনে হয়, ওদের কাছে খবরটা আগে পৌঁছেছে। আমি জানার আগে হয়তো তাঁরা জেনে গিয়েছেন। আমি হয়তো, অনেক পরে জেনেছি। আর আমার মনেই হচ্ছে না যে তাঁরা আমার সঙ্গে নেই, কেন জানি না মনে হচ্ছে ওরা সকলে আমার সঙ্গে রয়েছে।"
উল্লেখ্য, অভিনেত্রী শেষ কিছু বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন যেগুলি ভিন্ন ধারার ছিল। তাঁর মধ্যে যেমন প্রধান, প্রজাপতি ছিল, তেমনই দেখা গিয়েছিল পালানের মত ছবিতেও।