Advertisment

Mamata Shankar: 'শোয়ার ঘর নাকি রাস্তা বোঝা যাচ্ছে না...', উদিত চুমু খেতেই তেড়েফুঁড়ে উঠলেন মমতা...

Mamata Shankar news: কিছুদিন আগেই উদিত নারায়ণ এক ভক্তকে প্রকাশ্য মঞ্চে চুমু খান। এবং সেই ভিডিও ভাইরাল হয় ঝড়ের গতিতে। এও দেখা যায়, উদিতের বিন্দুমাত্র ঝামেলা বোধ হয়নি তাতে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata shankar-udit narayan

mamata shankar-udit narayan: কী বললেন তিনি উদিতকে নিয়ে? Photograph: (Instagram)

 মমতা শঙ্কর যিনি নিজের মন্তব্যের কারণে নিদারুণ চর্চায় থাকেন, কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে যে তিনি নাকি, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এবং, ফের একবার তিনি বলে বসেছেন নিজের বক্তব্য। তাঁকে শোনা গেল উদিত নারায়ণকে নিয়ে বলতে।

Advertisment

কিছুদিন আগেই উদিত নারায়ণ এক ভক্তকে প্রকাশ্য মঞ্চে চুমু খান। এবং সেই ভিডিও ভাইরাল হয় ঝড়ের গতিতে। এও দেখা যায়, উদিতের বিন্দুমাত্র তাতে কোনো দ্বিধা নেই। বরং তিনি জেনে শুনেই এই কাজ করেছেন এমনটাও শোনা গেল। শিল্পী যে বিন্দুমাত্র একটুও খারাপ মনে করছেন না এই কাণ্ডে সেকথা পরিষ্কার। আর ভারতীয় এক জনপ্রিয় শিল্পীর তরফে এমন কথা শুনে রেগে আগুন মমতা শঙ্কর। কোনটা বাইরে আর কোনটা বেডরুম, যেন কিছুই বুঝতে পারছেন না তিনি।

অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে বলছেন, সকলের কি একসঙ্গে মাথা খারাপ হয়ে গেল নাকি? একি সব হচ্ছে? এমনকি অভিনেত্রী নাকি এও জানিয়েছেন, তিনি একথাও বিশ্বাস করেন না, যে উদিত একাজ করতে পারেন। হাসবেন না কাঁদবেন নাকি বুঝতে পারছে। তরুণীর ঠোঁটে ঠোঁট রাখতেই অনেকে উদিতের বুড়ো বয়স ভিমরতি বলেও উল্লেখ করেছিলেন। সেখানে উপস্থিত অনেকেই, এমনও দাবি করেছেন তিনি নাকি উদিতের সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন। তারপর তাঁর গালে চুমু খেয়ে তারপর ঠোঁটে চুমু খান তিনি।

অভিনেত্রী এই বিষয়ে বলেন, "কোথাও যেন সংযম হারিয়ে গিয়েছে। সীমারেখা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সব সভ্যতা যদি এভাবেই মুছে যায়, তাহলে একদিন সব শেষ হয়ে যাবে।" ইন্ডাস্ট্রিতে যেমন স্ক্যান্ডাল রয়েছে, তেমনই তারকাদের  নিয়ে নানা গসিপ পর্যন্ত রয়েছে। কিন্তু, এহেন কান্ড প্রকাশ্যে কেউ করেছেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মমতা। সুপারস্টারদের অনেকেই ব্যক্তিগত জীবনে নানা ক্লাশের মধ্যে দিয়ে গেলেও সকলের সামনে তাঁদের আলাদাই সম্মান ছিল। এবং সম্মান দিলে যে সম্মান পাওয়া যায় এমন কথাই জানিয়েছেন তিনি।

tollywood tollywood news Tollywood Actress Mamata Shankar udit narayan
Advertisment