Advertisment

Mamata Shankar: শাড়ির আঁচল ঠিক নেই থেকে ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মেয়েদের কটূক্তি! মমতা শঙ্করের মন্তব্যে 'রে রে' করলেন সুদীপ্তা-রূপাঞ্জনা?

Mamata Shankar Controversy: মেয়েদের শালীনতা এবং পুরুষতান্ত্রিক সমাজকে প্রাধান্য দিয়ে যে মন্তব্য তিনি করেছেন, তাতেই নানা সমালোচনা হচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata shankar, mamata shankar controversy, mamata shankar update, mamata shankar news, mamata shankar comments o saree, mamata shankar tollywood, sudipta chakraborty, rupanjana mitra, tollywood news

মমতার পাশে দাঁড়ালেন বাকিরা? নাকি ধুয়ে দিলেন অভিনেত্রীকে?

Mamata Shankar News: মেয়েদের পরনের শাড়ি, এবং তাঁর আঁচল নিয়ে মমতা শঙ্করের একটি বক্তব্য - ব্যাস! সোশ্যাল মিডিয়ায় ঝড়। বর্ষীয়ান অভিনেত্রী, যিনি এখনও কাজ করে চলেছেন, তাঁর বক্তব্যের পরই শোরগোল। অভিনেত্রী মেয়েদের শালীনতা এবং নানা আচরণকে উল্লেখ করে বলেছেন, যে নিজেদের আত্মসম্মান না থাকলে কোনও পুরুষ, মেয়েদের সম্মান দেয় না।

Advertisment

ঠিক কী বলেছেন তিনি?

এক সাক্ষাৎকারে, অভিনেত্রীর কথায় আমি শাড়ি পড়ব, কিন্তু আঁচল ঠিক জায়গায় থাকবে না, এই ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, আমি এটা বলছি বলে। যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যারা রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে, তাদের আঁচল সরে গেলে দোষের না। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে, যাদের আঁচল সরে যায় সেটা দোষের না। কিন্তু আজকাল অনেকেই ইচ্ছে করে এমনকরে শাড়ি পরে।

অভিনেত্রী আরও বলেন, "এরপর মেয়েদের কিছু বললে তারা রেগে যান। বলেন, মেয়েদের ছোট করা হচ্ছে। মেয়েরাই তো মেয়েদের ছোট করছে। আমি সেটার বিরুদ্ধে। পুরুষদের কাছ থেকে সম্মান পেতে গেলেও নিজের শালীনতা বজায় রাখতে হয়।"

এ প্রসঙ্গে তোলপাড় টলিউড। মেয়েদের অসম্মান করে কেউ কীভাবে এহেন কথা বলতে পারেন। একে একে অনেক নায়িকারা নিজের মনের কথা ব্যক্ত করেছেন। কেউ কেউ তাঁকে সাপোর্ট করেছেন। আবার কেউ কেউ তাঁকে নিয়ে সমালোচনার আসর বসিয়েছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী ( Sudipta Chakraborty ) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন..."হেডলাইন দেখে 'পুরো টা বুঝে গেছি' ভাবা টা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। ধৈর্য্য জিনিস টা প্রায় তলানি তে গিয়ে ঠেকেছে!! কি বলছি, কাকে বলছি, কার সম্পর্কে বলছি, কিভাবে বলছি --- সেই মাত্রাবোধ ও বিলুপ্ত প্রায়!!"

এককথায়, মমতা শঙ্করকে সাপোর্ট করেছেন তিনি। আর অন্যদিকে, রুপাঞ্জনা মিত্র লিখছেন.. "ল্যাম্প পোস্ট কিংবা খুঁটি বহুদিন আগেই দেশ থেকে তুলে দেওয়া উচিত ছিল। কারণ, আবার প্রমাণিত হল যে মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু। যাদের মাথা থেকে বেরিয়েছে যে মেয়েদের শাড়ি নিয়ে শুধু প্রশ্ন করার কথা। তাদের আসলে যৌনতা নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল।"

tollywood Sudipta Chakraborty Mamata Shankar Entertainment News
Advertisment