Advertisment
Presenting Partner
Desktop GIF

মামির প্রথম দিন নাসিরউদ্দিন থেকে স্বরা ভাস্কর, চাঁদের হাট রেড কার্পেটে

২০ তম মামি চলচ্চিত্র উৎসব শুরু ২৫ অক্টোবর থেকে। এই উৎসব শেষ হবে ১ নভেম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে মামি চলচ্চিত্র উৎসব।

মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ অর্থাৎ মামি চলচ্চিত্র উৎসবের শুভ মহরৎ হয়ে গেল বৃহস্পতিবার। ফেস্টিভ্যালের প্রথম দিনে দেখানো হল ভাসান বালার ছবি 'মর্দ কো দর্দ নেহি হোতা'। ছবিতে অভিনয় করেছেন রাধিকা মাদান, অভিমন্যু দাসানি, গুলশন দেভাইয়া, মনীশ মানজরেকর এবং জিমিত ত্রিবেদী। দর্শকাসনে বসে থাকা শিল্পীরা ছবিটা দেখার পর উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।

Advertisment

তবে এবছর, মামি #MeToo আন্দোলনের স্বার্থে এমন অনেক পরিচালক এবং শিল্পীদের ছবি তালিকা থেকে বাদ দিয়েছে যাঁরা যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত। তন্ময় ভাট প্রোডাকশনের ‘চিন্টু কা বার্থডে’, রজত কাপুর পরিচালিত ‘কাদাখ’, অনুরাগ কশ্যপের প্রযোজিত ছবি ‘বেবাক’ এবং সম্প্রতি এরি গৌদার ‘বালেকেম্পা’-ও বাদ পড়েছে মামির তালিকা থেকে।

Mard Ko Dard Nahi Hota actors, Radhika Madan and Abhimanyu Dasani at JIO MAMI Film Festival Day 1 'মর্দ কো দর্দ নেহি হোতা'-র কলাকুশলী রাধিকা মাদান ও অভিমন্যু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে

publive-image কিরণ রাও, সায়নী গুপ্তা ও তারা শর্মাকেও দেখা গেল ফেস্টিভ্যালের প্রথম দিন।

publive-image শার্ট ও প্যান্ট ইন করে রেড কাপের্টে হাজির নাসিরউদ্দিন শাহ।

Swara Bhasker was also spotted at the JIO MAMI Film Festival Day 1. অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যামেরাবন্দী হলেন মামিতে।

Shruti Seth clciked at JIO MAMI Film Festival Day 1. শ্রুতি শেঠ হাজির ছিলেন মামি চলচ্চিত্র উতসবের প্রথম দিন।

publive-image হাতে ক্রাচ নিয়ে ভাঙা পায়ে ব্যান্ডেজ করে হাজির সানিয়া মালহোত্রা।

উৎসবের প্রথম দিনেও চাঁদের হাট মামিতে। এদিন হাজির ছিলেন স্বরা ভাস্কর, নাসিরউদ্দিন শাহ, সায়নী গুপ্তা, কিরণ রাও, রাধিকা মাদান, সানিয়া মালহোত্রা। এবছর ২৫ অক্টোবর শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে মামি চলচ্চিত্র উৎসব।

Read the full story in English

bollywood swara bhaskar
Advertisment