মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ অর্থাৎ মামি চলচ্চিত্র উৎসবের শুভ মহরৎ হয়ে গেল বৃহস্পতিবার। ফেস্টিভ্যালের প্রথম দিনে দেখানো হল ভাসান বালার ছবি 'মর্দ কো দর্দ নেহি হোতা'। ছবিতে অভিনয় করেছেন রাধিকা মাদান, অভিমন্যু দাসানি, গুলশন দেভাইয়া, মনীশ মানজরেকর এবং জিমিত ত্রিবেদী। দর্শকাসনে বসে থাকা শিল্পীরা ছবিটা দেখার পর উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন।
তবে এবছর, মামি #MeToo আন্দোলনের স্বার্থে এমন অনেক পরিচালক এবং শিল্পীদের ছবি তালিকা থেকে বাদ দিয়েছে যাঁরা যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত। তন্ময় ভাট প্রোডাকশনের ‘চিন্টু কা বার্থডে’, রজত কাপুর পরিচালিত ‘কাদাখ’, অনুরাগ কশ্যপের প্রযোজিত ছবি ‘বেবাক’ এবং সম্প্রতি এরি গৌদার ‘বালেকেম্পা’-ও বাদ পড়েছে মামির তালিকা থেকে।
'মর্দ কো দর্দ নেহি হোতা'-র কলাকুশলী রাধিকা মাদান ও অভিমন্যু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে
কিরণ রাও, সায়নী গুপ্তা ও তারা শর্মাকেও দেখা গেল ফেস্টিভ্যালের প্রথম দিন।
শার্ট ও প্যান্ট ইন করে রেড কাপের্টে হাজির নাসিরউদ্দিন শাহ।
অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যামেরাবন্দী হলেন মামিতে।
শ্রুতি শেঠ হাজির ছিলেন মামি চলচ্চিত্র উতসবের প্রথম দিন।
হাতে ক্রাচ নিয়ে ভাঙা পায়ে ব্যান্ডেজ করে হাজির সানিয়া মালহোত্রা।
উৎসবের প্রথম দিনেও চাঁদের হাট মামিতে। এদিন হাজির ছিলেন স্বরা ভাস্কর, নাসিরউদ্দিন শাহ, সায়নী গুপ্তা, কিরণ রাও, রাধিকা মাদান, সানিয়া মালহোত্রা। এবছর ২৫ অক্টোবর শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে মামি চলচ্চিত্র উৎসব।
Read the full story in English