/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ls-saif-759.jpg)
রাতভোর সইফের বাড়িতেই গা ঢাকা হামলাকারীর!
Saif Ali Khan News Today: শাহরুখ-সলমানকে লাগাতার হুমকি থেকে মায়া নগরী মুম্বইয়ে চলেছে গুলি। এবার মাঝরাতে ঘুমের মধ্যে আক্রান্ত ছোটে নবাব সইফ আলি খান। শরীরে বসানো হয় এলোপাথারি ছুরির কোপ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচার চলছে। এই মুহূর্তে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন করিনার বেটারহাফ সইফ।
নিউরোসার্জারি হয়ে গিয়েছে। কসমেটিক সার্জারি এখনও চলছে বলেই সূত্রের খবর। তারকা দম্পিতর টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিবারের বাকি সদস্যরা নিরপদে আছেন। সইফের বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্নিফার ডগ নিয়ে অভিনেতার বান্দ্রার বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ।
সইফের বাড়ি এই মুহূর্তে পুরো ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ দেখা থেকে সেখানের মানুষজন, দাড়োয়ান, বাড়িতে যারা কর্মরত থাকেন সকলের সঙ্গে কথা বলছে পুলিশ। Lokmat-এর রিপোর্ট মোতাবেক, সইফকে যিনি ছুরি দিয়ে কোপ মেরেছে তিনি রাতভোর ওখানেই গা ঢাকা দিয়েছে।
রাত দুটো নাগাদ সইফ এক মহিলা ও পুরুষ কর্মীর চিৎকার শুনতে পান। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার সঙ্গে কোনওভাবে ওই মহিলাকর্মী জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। কী ভাবে সইফের বাড়িতে ওই ব্যক্তি ঢুকল ও কোনও জিনিস চুরি করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Mumbai | Police bring its sniffer dog as investigation is underway into the attack on actor Saif Ali Khan by an intruder in his Bandra home
— ANI (@ANI) January 16, 2025
Visuals from outside 'Satguru Sharan' building which houses the actor's apartment pic.twitter.com/whHZMGuiKE
সইফিনা যেখানে থাকেন সেই বিল্ডিংয়ে কাজ হচ্ছে। সেখানের কোনও কর্মী এই ঘটনায় জড়িত কিনা তদন্তে মুম্বই পুলিশ। উল্লেখ্য, মুম্বই পুলিশের অনুমান, হামলাকারী পতৌদি ম্যানসানেরই কারও সাহায্য নিয়ে সইফের বাড়িতে প্রবেশ করেছে। ঘটনার আগের দিন মুম্বই বিমানবন্দরে সারা আলি খানের সঙ্গে শেষ দেখা গিয়েছে সইফ আলি খানকে। অভিনেতার আরোগ্য কামনা করছেন সতীর্থরা।
VIDEO | “It’s sad. He is my friend and fellow artist… Mumbai Police is investigating and the thief will be caught. I pray for his recovery,” says BJP MP and actor Ravi Kishan (@ravikishann) on knife attack on actor Saif Ali Khan.
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
(Full video available on PTI Videos -… pic.twitter.com/zXKJcRXKpr
বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষান সইফের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এটা খুবই দুঃখজনক ঘটনা। ও আমার বন্ধু এবং অভিনেতা...। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে। অভিযুক্ত নিশ্চয়ই ধরা পড়বে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।' পরিচালক ইমতিয়াজ আলিও সইফের ছুরিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃকপ্রকাশ করেছেন। লাভ আজকালে সইফের সঙ্গে কাজ করেছিলেন তিনি।