/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/manali.jpg)
মানালির পোস্ট
মন সে কী বাধ মানে? নিশ্চয়ই না! অভিনেত্রী মানালি মনীষা দের জীবনেও কাছের মানুষের অভাব। বেশ কিছুবছর আগে হারিয়েছেন তাঁকে, আর আজও সেই ভালবাসায় ছেদ পড়েনি।
টেলিভিশন থেকে সিনেমা কিংবা ওয়েব সিরিজ- তিনি সর্বত্র নিজের অভিনয়ের ছাপ রেখে চলেছেন। বর্তমানে কার কাহে কই মনের কথা ধারাবাহিকে নিপীড়িত-শ্বশুরবাড়িতে অত্যাচারিত মেয়েদের গল্প শোনাচ্ছেন তিনি। কার কাছে কই ধারাবাহিক যেন সমাজের মেয়েদের গল্পই বলছে। তবে, এর মাঝেই এক পোস্ট করেছেন তিনি।
মন খারাপ অভিনেত্রীর। পুজোর আগেই তিনি এমন কিছু বললেন যাতে নাড়া দিয়ে উঠবে সকলের মনে। কাছের মানুষটি আসলে তাঁর মা। তাঁকে অনেকবছর আগেই হারিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে পোস্ট করেছেন তিনি। লিখলেন…
"শুভ জন্মদিন মা… দাদু আর দিদার সাথে জন্মদিন কাটিও…তোমায় রোজ মনে পড়ে..মাঝেমধ্যে বাপি বলে আমায় নাকি আজকাল তোমার মত দেখতে লাগে। সেটা শুনে খুউব আনন্দ হয়…আমার মধ্যে থেকে যেও সারা জীবন।"
উল্লেখ্য, অভিনেত্রীর এখন চূড়ান্ত ব্যস্ততা। পুজোর আগে যেমন কাজ, তেমনই পুজো ঘিরেও উন্মাদনা। পরিবার-বন্ধুবান্ধব কে সঙ্গে নিয়েই সময় কাটে তাঁর।