বাংলা জুড়ে CBI তদন্ত। গতবছর থেকেই জেলে বেশ কিছু হেভিওয়েট মন্ত্রীরা। সদ্যই ডাক পেয়েছিলেন সায়নী ঘোষ। তারপর থেকেই অভিনেত্রীকে নিয়ে ফের বিতর্ক। এবার তাঁকে নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী মানসী সিনহা।
তিনি নিজের মন্তব্য নিয়ে সবসময় স্পষ্ট। রাজনীতির প্রসঙ্গেও তিনি সবসময় আপ টু ডেট। এবার সায়নীকে নিয়ে অভিনেত্রী ফের সরব। একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। কিন্তু, আজ অবধি ডাক পাননি পুলিশের সিবিআই তো দুর। অভিনেত্রী পছন্দ করেন সাদামাটা জীবন যাপন করতে। হাজিরা প্রসঙ্গেই এবার এক সংবাদমাধ্যমে বললেন...
আরও পড়ুন < ব্যবসা লাটে ওঠার পিছনে দায়ী একজনই! প্রকাশ্যে দোষ দিলেন মানসী সিনহা >
"আমার দায়িত্ব কম, চাহিদা কম সেই কারণেই হাজিরাও কম। আর হাজিরা দিলে তো সকলেই জানতে পারতো। লোকানোর তো কিছুই নেই।" এখানেই শেষ নয়। মানুষ এবং মনুষ্যত্ব নিয়েও নানা কথা বললেন তিনি। কাজ করতে গিয়ে মেরুদন্ড বিকিয়ে দিতে হবে এমন কথা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, "একজন মেরুদন্ডযুক্ত মানুষ নিজেকে প্রমাণ করব কী করে? যেখানে একজন শিল্পীকে এহেন কুরুচিকর কাজের জন্য হাজিরা দিতে হয় সে আর যাই হোক শিল্পীর সঙ্গী হতে পারে না। আর যারা এই নিচুমানের কাজ বেছে নিচ্ছে তাঁদের শিল্পসত্বা নিয়ে প্রশ্ন থাকে।"
মানসী সিনহা বরাবরই অকপট। বিশেষ করে, দুর্নীতি হোক অথবা সিনে ইন্ডাস্ট্রির দুরবস্থা - তিনি আওয়াজ তুলতে ভোলেননি। কিন্তু, সমানতালে কাজ করে চলেছেন ধারাবাহিক থেকে সিনেমায়। পরিচালক হিসেবেও তাঁকে দেখা গিয়েছে।