Advertisment
Presenting Partner
Desktop GIF

5 No Swopnomoy Lane: জনগনের ইচ্ছেয় শো বাড়ল স্বপ্নময় লেনের, আপনার জেলার কোন সিনেমাহলে দেখা যাচ্ছে এই ছবি?

Show Times of 5 no Swopnonoy lane: মফস্বল এবং গ্রামের দিকে এই ছবির শো ছিল না বললেই চলে। যতবার পরিচালক মানসী সিনহা সমাজ মাধ্যমে লাইভ এসেছিলেন ততবার দেখা গিয়েছিল, তাঁর কাছে একটাই আর্জি গিয়ে পৌঁছেছিল, মফস্বলে শো নেই কেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
manasi sinha- 5 no swapnamoy lane

জেলাস্তরে কোথায় কোথায় দেখা যাচ্ছে এই ছবি? Photograph: (Instagram)

Show Times of 5 no Swopnonoy lane: দর্শক চাইলে কী না পারেন। মানুষের ইচ্ছের আগে যেন কিছুই না। সেকথাই আবারও প্রমাণিত হল। কারণ? যেখানে কেবলমাত্র একটি বাংলা ছবি নিয়েই কথা হচ্ছে। অর্থাৎ খাদান ঝড় এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেখানে আরেকটি বাংলা ছবি কিন্তু নিজের মতো করে এগিয়ে চলেছে। আর এই ছবি মানসী সিনহা পরিচালিত, ৫ নং স্বপ্নময় লেন।

Advertisment

বড়দিনে যে ছবিগুলো রিলিজ করেছিল, তাঁর মধ্যে এই ছবিটাও আলোচনার শীর্ষে। কারণ এর আগে মানসী সিনহা এটা আমাদের গল্পের মাধ্যমে সাফল্য পেয়েছিলেন। তারপর আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। বরং, খুব তাড়াতাড়ি তিনি ৫ নং স্বপ্নময় লেন নিয়ে হাজির হন। এবং ধীরে ধীরে এই ছবি দারুণ প্রশংসা করতে শুরু করে। যদিও বা প্রথম দিকে, শুধু শহর কলকাতায় এর শো ধার্য করা হয়েছিল।

মফস্বল এবং গ্রামের দিকে এই ছবির শো ছিল না বললেই চলে। যতবার পরিচালক মানসী সিনহা সমাজ মাধ্যমে লাইভ এসেছিলেন ততবার দেখা গিয়েছিল, তাঁর কাছে একটাই আর্জি গিয়ে পৌঁছেছিল, মফস্বলে শো নেই কেন। আর বারবার তিনি এটাই জানিয়েছিলেন চেষ্টা করছেন। মফস্বলের বুকে যে তাঁর ছবি দেখার জন্য মানুষ বসে আছেন, এটা ভেবেই তিনি প্রতিদিন চেষ্টা করছিলেন। আর অবশেষে সফল হলেন। দেখা গেল, বেশ অনেকগুলি শো বেড়েছে এই ছবির।

কোন কোন হলে দেখা যেতে চলেছে এই ছবির শো?

Advertisment

গতকাল যে আপডেট পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে বেশ অনেকগুলি শো বেড়েছে এই ছবির। রইল তালিকা, কোথায় কোথায় দেখা যাচ্ছে।

আসানসোল - বায়স্কোপ গ্যালাক্সি
বারুইপুর - SVF সিনেমা শো হাউস
জলপাইগুড়ি - SVF সিনেমা
কোচবিহার - SVF সিনেমা
কালনা - SVF সিনেমা
হলদিয়া - SVF সিনেমা
চুঁচুড়া - SVF সিনেমা - রূপালী আর্কেড
চন্দননগর - সিনেমা হাট
কল্যানী - সঙ্গম সিনেমা
বেরহামপুর - সিলভার স্ক্রিন
ব্যারাকপুর - অতীন্দ্র
শ্রীরামপুর - গুডউন কমপ্লেক্স
চম্পাহাটি - ইলোরা সিনেমা
মছলন্দপুর - জ্যোতি সিনেমা
বেলঘরিয়া - রূপমন্দির

প্রসঙ্গে, খাদান এবং সন্তান ছবির কারণে প্রথম দিকে এই ছবির শো পেতে বেশ মুশকিল হচ্ছিল। শুধু তাই নয়, মনমতো শো পাচ্ছিলেন না বেশিরভাগ। পরে, ছবির সাফল্যের কারণে সিনেমাহল কর্তারা এই ছবির শো সংখ্যা বাড়াতে শুরু করে।

Manasi sinha Bengali Film bengali films
Advertisment