Advertisment

Manasi Sinha on Rattirer Sathi: রাতের বেলায় যথাসম্ভব কমবে মহিলাদের শিফট, সরকারের নিয়ম শুধরে দিলেন মানসী

Manasi sinha on RG Kar: অভিনেত্রী বরাবরই মেয়েদের জন্য আওয়াজ তুলেছেন। জাস্টিস চেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় যে তাঁর ভাইয়ের মতো, তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। আর এবার, যে নিয়মের বেড়াজালে মেয়েদের আবদ্ধ করা হয়েছে, তাতেও তিনি বেশ কিছু বিষয় শুধরে দিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
manasi sinha, tollywood, manasi sinha on tollywood

Manasi SInha- বিরাট কথা মানসীর...

নারী নিরাপত্তায় নানা রকম সরকারি প্রকল্প চালু করেছে সরকার। মেয়েদের রাত বিরেতে সুরক্ষার কথা ভেবেই তারা সেই প্রস্কল্প চালু করা হয়েছে। নানা নিয়মের পাশাপাশি এমন কিছু বলা হয়েছে, যা মেনে নিতে পারছেন না মানসী সিনহা।

Advertisment

অভিনেত্রী বরাবরই মেয়েদের জন্য আওয়াজ তুলেছেন। জাস্টিস চেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় যে তাঁর ভাইয়ের মতো, তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। আর এবার, যে নিয়মের বেড়াজালে মেয়েদের আবদ্ধ করা হয়েছে, তাতেও তিনি বেশ কিছু বিষয় শুধরে দিলেন।

কোনটা ভুল কোনটা ঠিক, সবটাই তিনি আঙুল দিয়ে দেখালেন। কোনটা মেয়েদের জন্য, আর কোনটা পুরুষদের জন্য সেটাই বললেন। অভিনেত্রী বললেন, "এই যে বাড়তি মহিলা নিরাপত্তা রক্ষী বিষয়টা উল্লেখ করা হয়েছে। সেখানে, বলতে চাইছি, মহিলা নিরাপত্তারক্ষী, আবার তাদের রক্ষা করার জন্য পুরুষ নিরাপত্তারক্ষী থাকবে নিশ্চই। সেটা দেখবেন, যে তারা নিরাপত্তা দিতে পারছেন নাকি আবার নিজেরাই অপরাধ করে আসছে না তো? সেটা দেখার জন্য আরও একদল নিরাপত্তারক্ষী।"

আরও পড়ুন - Tollywood-RG Kar Protest: নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন টলিপাড়ার, সাধারণ মানুষের রোষানলে তারকারা

এরপর তিনি থামলেন না। বরং, আরও বলেন, "আরেকটা বিষয়, এই যে রাতের বেলায় মহিলাদের শিফট যথাসম্ভব কমাতে হবে, এটা নিশ্চই মেয়েদের জন্য না। একটু ঠিক করে নিন, ওটা পুরুষদের জন্য হবে।" অভিনেত্রী থেমে থাকার পাত্রী না। বরং, তিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, মানসী বরাবরের বামমনষ্ক মানুষ। তিনি নিজের অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও প্রথম ছবিতেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন। তাঁর সঙ্গে বই পর্যন্ত লিখছেন।

tollywood Manasi sinha RG Kar Medical College Entertainment News
Advertisment