Manasi Sinha on Politics: মানসী সিনহা, এমন একজন অভিনেত্রী যিনি প্রতিটা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন, তিনি নাকি দুমাস বসে রয়েছেন কারণ তিনি কাজ পাচ্ছেন না। এমনিও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দলীয় রঙের প্রভাবে অনেককিছুই ঘটে।
তারকারা যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তারা নাকি এই ইন্ডাস্ট্রিতে সুযোগ পান না। এমন উদাহরণ কম নেই। কিন্তু, মানসীর তাতে কোনও আক্ষেপ নেই। তিনি মাস দুয়েক আগে সিরিয়াল শেষ করেছেন। তারপর থেকে আর কাজ নেই। বরং, পরিচালক হিসেবে তিনি ডেবিউ করছেন। শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা জুটির প্রথম ছবিতে পরিচালক তিনি।
কিন্তু, কাজ না পেয়ে, রাজনীতির রং গায়ে লাগিয়ে মানসীর অস্বস্তি হয় না? সত্যি বলতে তিনি ভয় পান না। বরং, সাফ কথা সাফ বলতেই ভালবাসেন। প্রকাশ্যে তিনি নানা কথার পাশাপাশি কাজ না পাওয়ার উল্লেখ করেই বলেন..."আমি ভয় পাই না। এবং পরোয়া করি না। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে"।
আরও পড়ুন - ব্যবসা লাটে ওঠার পিছনে দায়ী একজনই! প্রকাশ্যে দোষ দিলেন মানসী সিনহা
"এক, কাজ নেই? কেন কাজ নেই! নয়তো, কাজ নেই এটা ভেবে নি আর নয়তো রাজনৈতিক কারণে নেই। এখন যদি চলতে পারি তবে, রাজনীতির রঙের জন্যও যদি হয় তবে, অসুবিধা নেই। দুই, আমি সত্যি কথা বলার জন্য বাড়ির লোকের থেকে অস্বস্তি পাইনি। তারা আমায় না করেন না। এবং তৃতীয়, আমার ছেলেমেয়ের ওপর প্রভাব আসতে পারে। আর এটি যদি হয়, তাহলে আমি যে এটা করবে তাঁকে চিরে রেখে দেব। এটা সকলে জানে, যে মানসী দির ছেলেমেয়ের ওপর যদি কিছু হয় আমি তাঁকে ছাড়ব না।"
প্রসঙ্গত, শিল্পী পরিচালনা করতে গিয়ে অনেককিছু শিখেছেন। যদিও, এই ছবি নিয়ে রয়েছে নানা বিতর্ক। আদৌ মুক্তি পাবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে অনেক। কিন্তু, ক্যমেরার ওপাশে দাঁড়িয়ে যে মানুষ কতটা খাটেন সেকথা তিনি ভোলেননি।