/indian-express-bangla/media/media_files/2025/01/12/XSjIbbZUfs3SWKq2jhSh.jpg)
Manasi Sinha: যা বললেন মানসী... Photograph: ( ফাইল)
Manasi Sinha-Durga Puja 2025: আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। মা দুর্গা আসার সময় হল যে। বাঙালি যে তাঁর আসার অপেক্ষা করে থাকে এসময়। এবং আশেপাশের সর্বত্র সেজে ওঠে আনন্দে-উল্লাসে।পুজো মানেই এক অন্যরকম আনন্দ। পুজো মানেই রাত জেগে ঘোরা, আর কাছের মানুষদের সঙ্গে ঠাকুর দেখা। পুজো পুরোনো স্মৃতি-ও ভাসিয়ে নিয়ে আসে। ঠিক যেমন মানসী সিনহার ক্ষেত্রে।
পুজো তাঁর কাছে একসময় ছিল- মাকে সারাদিন কাছে পাওয়ার নির্ঘণ্ট। তাঁর মা ব্যাস্ততা ভুলে সেসময় শুধু বাড়িতেই থাকতেন। তাই মা-কে কাছে পাওয়াটা ছিল তাঁর কাছে পুজো। মানসী সিনহার কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ফোন যেতেই তিনি জানালেন এবার তো পা-টা একটু ভোগাচ্ছে। কিন্তু, আমার কাছে ছোটবেলার পুজো মানেই ছিল মা-কে পাওয়া। মা ঐসময় বাড়িতে থাকতেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় ছিল। রোল খাওয়া।"
তাহলে কি সারাবছর তিনি রোল খেতেন না? সেকি! মানসী সোজা সাপ্টা জানালেন, সারাবছর রোল যে ময়দা দিয়ে বানানো হত, সেটা খারাপ থাকত। কিন্তু, আজব ঘটনা ছিল পুজোর সময় আমার বাড়ির লোকের কাছে সেটা ভাল হয়ে যেত। তাই, এগরোল খাওয়া হতই। আর এখন তো পুজো মানে ৪দিন টানা ছুটি। বাড়িতে আরামসে থাকো। আমার ছেলে-মেয়েরা নিজেদের মতো বেরয়। আমি ওই বাড়িতেই থাকা, একটু আড্ডা মারা। যদিও, ছোটবেলায় পুজোয় দেদার আনন্দ করেছেন তিনি। না ছিল বাড়ি ঢোকার তাড়া না কোনও বাধা।
যদিও, গতবছর তাঁর ছবি রিলিজ করেছিল ৫ নং স্বপ্নময় লেন। কিন্তু, এবছর পরিচালক মানসীর ছবি না থাকলেও অভিনেত্রী মানসীর রক্তবীজ ২ রিলিজ করেছে। তাই, খেয়াল করলে দেখা যাবে, এবার পুজোতেও ছবির মধ্যে রয়েছেন তিনি। অভিনেত্রী বললেন, "রক্তবীজ ২ নিয়ে ফেটে পড়েছেন দর্শক। যদি ঠিকঠাক হল-শো পায়, তাহলে আশা করছি ভাল হবে। কারণ, হল-শো নিয়ে সবসময় একটা যুদ্ধ তো থাকেই। দেখা যাক এবার..."
প্রসঙ্গে... গতবছর ৫নং স্বপ্নময় লেন নিয়েও দেবের অনুরাগীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, দেবের অনুরাগীদের জন্যই নাকি তাঁর ছবির দর্শকদের বেশ অসুবিধা হচ্ছে। তবে, আগামীতে তাঁর ছবি রিলিজ করতে পারে পরের বছর।