Mandira Bedi Husband Death Anniversary: 'তোমাকে আজও ভীষণ...', স্বামীর স্মৃতিতে কাতর টেলি অভিনেত্রী মন্দিরা বেদী

Mandira Bedi Husband: ৩০ জুন রাজের চতুর্থ মৃত্যুবার্ষিকীকে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন ছোট পর্দার 'শান্তি'। ইনস্টা হ্যান্ডেলে অতীতের প্রেমে গদগদ সুন্দর একটি মুহূর্ত শেয়ার করে কী লিখলেন মন্দিরা বেদী?

Mandira Bedi Husband: ৩০ জুন রাজের চতুর্থ মৃত্যুবার্ষিকীকে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন ছোট পর্দার 'শান্তি'। ইনস্টা হ্যান্ডেলে অতীতের প্রেমে গদগদ সুন্দর একটি মুহূর্ত শেয়ার করে কী লিখলেন মন্দিরা বেদী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

স্বামীর স্মৃতিতে আবেগপ্রবণ মন্দিরা

Mandira Bedi Husband Raj kaushal Death Anniversary: দিনটা ছিল ২০২১-এর ৩০ জুন। আজ থেকে ঠিক চার বছর আগে এই দিনেই স্বামী রাজ কৌশলকে হারিয়েছেন টেলি অভিনেত্রী মন্দিরা বেদী। দেখতে দেখতে কেটে গেল চারটে বছর। স্বামী রাজের স্মৃতি বুকে আগলে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। ৩০ জুন রাজের চতুর্থ মৃত্যুবার্ষিকীকে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করলেন ছোট পর্দার 'শান্তি'। ইনস্টা হ্যান্ডেলে অতীতের প্রেমে গদগদ সুন্দর একটি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, 'চার বছর হয়ে গেল, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। তোমাকে আজও ভীষণ মিস করি।' এভাবই প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বেটারহাফ মন্দিরা বেদী। 

Advertisment

নয়ের দশকে হিন্দি টেলিভিশনের অত্যতম জনপ্রিয় ও পপুলার ডেইলি সোপ শান্তি এক অউরত কি কাহানি (Shanti-Ek Aurat Ki Kahani)। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকের দরবারে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী। তাঁকে নিয়ে অনেক বিতর্ক যেমন রয়েছে তেমনই আবার মন্দিরা বেদীর লভ স্টোরিটাও বেশ আকর্ষণীয়।

Advertisment

১৯৯৬-তে পরিচালক মুকুল আনন্দের ছবিতে কাজের জন্য অডিশন দিতে এসেছিলেন। সেখানেই ফেস টু ফেস সাক্ষাৎ দুজনের। তখন মুকুলের চিফ অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করছেন রাজ। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। এরপর টুকটাক হ্যাং আউটেও যেতেন তাঁরা। এভাবেই বন্ধুত্ব আর গাঢ় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 

আরও পড়ুন শেফালির অস্থি বুকে আগলে অঝোরে কান্না পরাগের, পাপারাজ্জিদের কীর্তিতে রেগে কাঁই বরুণ-জাহ্নবীরা

এক সাক্ষাৎকারে রাজ নিজেই জানিয়েছিলেন, মাত্র তিনবার মিটিংয়ের পরই মন্দিরার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর পাকাপাকিভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন যুগলে। দুজনেই পরিবারকে তাঁদের সম্পর্কের কথা বলেন। রাজের পরিবার মন্দিরাকে মেনে নিলেও তাঁর পরিবারের তরফে তৈরি হয় সমস্যা। কিন্তু, রাজের প্রেমে পাগল ছিলেন মন্দিরা। অন্য কাউকে বিয়ের কথা স্বপ্নেও ভাবতে পারেন না।

তাই পরিবারের অমতে গিয়েই রাজের সঙ্গে সংসার শুরু করেন মন্দিরা। ১৯৯৯-এর ভ্যালেনটাইনস ডে-তে ভালোবাসার দিনেই দুই মনের মিলন ঘটে। বিয়ের প্রায় ১২ বছর পর অর্থাৎ ২০১১-তে পুত্র সন্তান ভীরের জন্ম দেন মন্দিরা। এরপর আরও একটি ফুটফুটে মেয়েকে দত্তক নেন তারকা দম্পতি। কিন্তু, সুখের সংসারে মাঝপথে নেমে আসে কালো মেঘের ছায়া। ২০২১-এ স্ত্রী, সন্তানদের ছেড়ে চলে যান রাজ কৌশল।

Mandira Bedi hindi serial