রহমানকে সিনেমা থেকে ঘাড় ধরে বের করতে চেয়েছিলেন পরিচালক, কিন্তু শেষে কাঁদতে কাঁদতেই বাড়ি ফিরেছিলেন। কী এমন হয়েছিল সেদিন?
তিনি সঙ্গীত মায়েস্ত্র। আর ডি বর্মনের পর যদি ভারতীয় সঙ্গীতের এত বিস্তারিত ভাব কেউ বুঝে থাকেন তবে তিনি এ আর রহমান। খুব বাছা ছবিতে, নির্দিষ্ট পরিচালকের সঙ্গে তিনি কাজ করেন। তবে, একসময় নামকরা এক পরিচালক রেগে আগুন হয়ে গিয়েছিলেন তাঁর ওপর। কারণ? 'বোম্বে' ছবির গান নিয়ে তখন ব্যস্ত রহমান। সেই ছবি পরিচালনা করছেন মণি রত্নম। দিনের পর দিন টিউন হচ্ছে না, পরিচালক সাহেব বিরাট চোটেছিলেন।
আরও পড়ুন < মেয়ের বয়সী তো? ২১ বছরের অভিনেত্রীকে জড়িয়ে চুমু অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির! >
মণি রত্নমের সিনেমাটোগ্রাফার শেয়ার করেছিলেন এই গল্প। 'হাম্মা হাম্মা' গান বানানো নেহাতই সহজ ছিল না। ফলেই, লাগাতার কাজ করেও যেন মনঃপুত হচ্ছিল না রহমানের। অবশেষে, একসময় হাল ছেড়েই মণি রত্নমকে ফোন করেন তিনি। সামনে দুদিনের মধ্যে শুটিং গানের, কিন্তু তৈরি হয়নি এক লাইনও। সেদিন স্টুডিওতে পরিচালককে ডেকে রহমান বলেছিলেন, "গান তৈরি হয়নি।" ওমনি রেগে যান মণি সাহেব। বলেন, "তাহলে ডাকলে কেন?" রহমান গান তৈরি না করলেও বেঁধে ফেলেছিলেন ব্যকগ্রাউন্ড স্কোর। সেটিই শুনিয়েছিলেন সেদিন। এটি শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি মণি রত্নম।
রহমানকে কেঁদে কেঁদে বলেছিলেন, "আমি এসেছিলাম তোমায় এই ছবি থেকে বাদ দিতে। আর তুমি আমায় এটা শোনালে? আমার তো চোখের জল ধরছে না। এটা কি করলে তুমি? এত সুন্দর?" নিজেও যেন সম্পূর্ন ঘটনা সেদিন বিশ্বাস করতে পারেননি রহমান।