/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/kangana-ranaut-film-manikarnika-759.jpg)
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে মণিকর্নিকা।
'মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি' মুক্তি পেয়েছে প্রজাতন্ত্র দিবসের একদিন আগে। ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় কঙ্গনা রানাওয়াতের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। আর প্রথম দিনেই এই ছবির মোট আয় ছিল ৮.৭৫ কোটি টাকা। নওয়াজউদ্দিনের 'ঠাকরে'-র সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ হওয়া সত্ত্বেও দ্বিতীয় দিনে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম 'মণিকর্নিকা'।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবি দর্শক মনে ছাপ ফেলতে সক্ষম। অনবদ্য সিনেমাটোগ্রাফি ও চোখ ধাঁধানো সেটের সঙ্গে কঙ্গনার অভিনয় বক্স অফিসের অঙ্কে এগিয়ে রাখছে ছবিকে।
#Manikarnika picked up towards evening, after an ordinary/dull start in morning... #RepublicDay holiday
should witness a big turnaround... Sure, there’s appreciation, but it has to convert into footfalls... Fri ₹ 8.75 cr. India biz. #Hindi#Tamil#Telugu — taran adarsh (@taran_adarsh) January 26, 2019
এই পিরিয়ড ড্রামা দ্বৈত পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত ও রাধাকৃষ্ণ জগরলামুড়ি। তবে সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা ছবিকে আড়াই স্টার দিয়েছেন। রিভিউতে তিনি লিখেছেন, ''স্বাভাবিকভাবেই রানির চেয়ে বেশি সময় ধরে আর কাউকে পর্দায় দেখা যায় না। কিছুক্ষণ পর মনে হতেই পারে, প্রতিটি দৃশ্যেই রয়েছেন কঙ্গনা। মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি আপনাকে প্রথমে নিয়ে যাবে বেনারসের মণিকর্নিকা ঘাটে, সেখান থেকে বিঠুর, যেখানে এক কিশোরীর চটপটে কথা এবং তলোয়ার চালানোয় মোহিত হন এক পুরুষ (খারবান্দা)। তাঁর দৌলতেই কিশোরীর প্রথমে ঝাঁসির রাজপরিবারে বিয়ে, তারপর রানী লক্ষ্মীবাঈ হয়ে ওঠা''।
আরও পড়ুন, কারও ঘনিষ্ঠ না হওয়া সত্ত্বেও পদ্মশ্রী পেয়েছি: মনোজ বাজপেয়ী
তিনি আরও লিখেছেন ”প্রতিশ্রুতি অনুযায়ী, মণিকর্নিকা জাতীয়তাবাদের কোনো সংজ্ঞাই বাদ দেয় না। ফলস্বরূপ প্রজাতন্ত্র দিবসের মতো শুভদিনে মুক্তিলাভ। লালমুখো সাহেব তাড়ানোর দৃশ্যে একটু ভ্রূ কুঁচকাতেই পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন, যে ঝাঁসির পতাকা উত্তোলন আসলে আমাদের তেরঙ্গা উত্তোলনেরই পূর্বাভাস? সর্বোপরি, এই ছবির সঙ্গে আমাদের বেঁধে রাখেন কঙ্গনা। ছবির শ্রেষ্ঠ মুহূর্তে তাঁর অভিনীত চরিত্র, ছবির কাহিনী, এবং পর্দা, সবটাই তাঁর দখলে।”
Read the full story in English