Advertisment
Presenting Partner
Desktop GIF

Manisha-SRK: 'শাহরুখের ঘরে তখন...', অতীতের যন্ত্রণা ভাগ 'দিল সে' অভিনেত্রী মনীষার

SRK Old Days: নয়ের দশকে শাহরুখের অবস্থা কেমন ছিল? অতীত হাতড়ে জানালেন মনীষা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নয়ের দশকে শাহরুখের অবস্থা কেমন ছিল?

নয়ের দশকে শাহরুখের অবস্থা কেমন ছিল?

Manisha On SRK Old Days: নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। সেই সময়ে রোম্যান্টিক অভিনেত্রীর তকমা পেয়েছিলেন তিনি। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একরাধিক ছবিতে অভিনয় করে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন মনীষা কৈরালা। বলিউডের প্রথমসারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে সফল তিনি। বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে 'দিল সে'-তে মনীষার অভিনয় আজও ভোলেনি দর্শক।

Advertisment

সেই সময় শাহরুখও বলিউডের 'বাদশা' হয়ে ওঠেননি। আজকে যিনি মন্নতের মালিক, যাঁর বাংলো এখন মুম্বইয়ের দর্শনীয় স্থান নয়ের দশকে কেমন ছিল শাহরুখ-গৌরীর সংসারের অন্দরমহল? সেই সিক্রেট ফাঁস করলেন মনীষা কৈরালা। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে মনীষা জানান, সেই সময় শাহরুখের জীবনে না ছিল মন্নত না ছিল স্টারডম। ১৯৯৮ সালে যখন দিল সে মুক্তি পায় তখন শাহরুখ থাকতেন মাউন্ট ম্যারি অ্যাপার্টমেন্টে।

Advertisment

শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলেই তাঁর বাড়িতে বসত আড্ডা। প্রায়ই শাহরুখ আর গৌরীর সঙ্গে হ্যাঙ্গ আউটে যেতেন মনীষা। আজকের কিং খানের লাইফ স্টাইলের সঙ্গে তখনকার কোনও মিল ছিল না। আজ তো শাহরুখ পত্নী গৌরীর ইন্টিরিওর ডিজাইনে সেজে উঠেছে মন্নত। বাড়ির প্রতিটি কোণে বিলাসবহুল আসবাবপত্র। 

কিন্তু, নয়ের দশকে শাহরুখের মাউন্ট ম্যারি অ্যাপার্টমেন্টে মাটিতে বিছানো থাকত একটি মাদুর। মনীষা বলেন, 'আমি আর শাহরুখ কেরিয়ারের শুরু থেকেই বন্ধু। আমার মনে আছে আমি আর আরও অনেকে ওঁর বাড়িতে যেতাম। ফ্ল্যাটের মেঝেতে একটা মাদুর পাতা থাকত। ওখানে বসে আমরা গল্প করতাম।'

নয়ের দশকের অভিনেত্রী আরও যোগ করেন, শাহরুখই তাঁকে প্রথম মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কেনার পরামর্শ দিয়েছিলেন। মনীষাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয়লীলা বনসালির ডেবিউ সিরিজ হীরামাণ্ডিতে। এই সিরিজের হাত ধরে ওটিটি-তেও আত্মপ্রকাশ করেন মনীষাও।

দ্বিতীয় সিজনের অপেক্ষায় হীরামাণ্ডির দর্শক। খুব শীঘ্রই শুরু হবে সিরিজের শ্যুটিং। অন্যদিকে শাহরুখ তাঁর নতুন প্রজেক্ট 'কিং' নিয়ে ব্যস্ত। এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন ও শাহরুখ কন্যা সুহানা। 

Bollywood Actor bollywood movie Manisha Koirala Bollywood News Shah Rukh khan bollywood actress
Advertisment