Advertisment

সুখটান নিয়ে এবার বিতর্কে 'মনমর্জিয়া'

শুধু অভিষেক বচ্চনই নন, অনুরাগ কাশ্যপের ছবির অন্য কুশীলবরাও ধূমপান করেছেন। যে দৃশ্য ঘিরেই এবার নয়া বিতর্কে বলিপাড়ার সদ্য মুক্তি পাওয়া ছবি 'মনমর্জিয়া'।

author-image
IE Bangla Web Desk
New Update
Manmarziyaan, মনমর্জিয়া

মনমর্জিয়া ছবির একটি দৃশ্য়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাথায় পাগড়ি, বেশভূষা দেখে বোঝাই যায় তিনি একজন শিখ। 'মনমর্জিয়া' ছবিতে একজন শিখের চরিত্রেই অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এতটা পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু, রুপোলি পর্দায় তাঁর শিখ অবতার নাকি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। শিখ হয়ে কিনা তিনি সুখটান দিয়েছেন! এতেই বেজায় চটেছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। তবে শুধু অভিষেক বচ্চনই নন, অনুরাগ কাশ্যপের ছবির অন্য কুশীলবরাও ধূমপান করেছেন। যে দৃশ্য ঘিরেই এবার নয়া বিতর্কে বলিপাড়ার সদ্য মুক্তি পাওয়া ছবি 'মনমর্জিয়া'।

Advertisment

ইতিমধ্যেই ছবিতে ধূমপানের দৃশ্যে আপত্তি জানিয়ে সিবিএফসি-কে নোটিস জারি করেছে রাজস্থানের সংখ্যালঘু কমিশন। তবে শুধু সেন্সর বোর্ডকেই নয়, 'মনমর্জিয়া' ছবির প্রযোজক, পরিচালক, এমনকী সে রাজ্যে এই ছবির ডিস্ট্রিবিউটরদেরও নোটিস দিয়েছে রাজস্থানের সংখ্যালঘু কমিশন। ছবিতে ধূমপানের দৃশ্য শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে বলে আপত্তি জানিয়েছে কমিশন।

আরও পড়ুন, ‘লাভযাত্রী’ নামও চলবে না, এবার কী করবেন সলমন?

গত শনিবার এই নোটিস জারি করা হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান জসবীর সিং। এ প্রসঙ্গে তিনি বলেন, ''আমি ছবিটি এখনও দেখিনি। তবে সংবাদমাধ্যমে এ ব্যাপারে জেনেছি। পরে শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে আসেন। শুনেছি যে, ছবির একটা দৃশ্যে অভিষেক বচ্চনকে ধূমপান করতে দেখা গিয়েছে।''

এই বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, ''সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিখ সম্প্রদায়ের আপত্তির কথা ভেবে আমরা সেন্সর বোর্ড, প্রযোজক, পরিচালক ও ছবির ডিস্ট্রিবিউটরদের চিঠি লিখে বিষয়টি জানিয়েছি। আমরা বলেছি, আপত্তিকর দৃশ্য ছবি থেকে বাদ দিতে এবং ১ অক্টোবরের মধ্যে জানাতে যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।'' তিনি আরও বলেন যে, শিখ ধর্মের রীতি অনুযায়ী কখনও সমর্থনযোগ্য নয়। ছবিতে এক শিখ মহিলার ধূমপানের প্রসঙ্গও টেনেছেন তিনি।

bollywood movie
Advertisment