একজন নামকরা সঙ্গীতশিল্পী, তিনি আবার নিদারুণ সুন্দর রাঁধুনি! শুনতে অবাক লাগলেও এঘটনা সত্যি। সেই রাঁধুনি আর কেউ না বরং মান্না দে। স্ত্রী সুলোচনা দেবীর আনন্দের শেষ ছিল না এই নিয়ে। কিন্তু এই রান্নার চক্করেই জন্ম নিয়েছিল এক বিখ্যাত গানের, জানেন সেটি কী?
মান্না দে, তিনি যেমন দুর্দান্ত শিল্পী তেমনই ভয়ঙ্কর একজন রাঁধুনি। স্ত্রী মেয়েদের নিয়ে বাইরে গেলেই হেঁসেল সামলাতেন তিনিই। এদিকে, তাঁর দৌলতে বাড়িতে যাওয়া আসা লেগেই থাকতো মিউজিক ডিরেক্টর এবং গীতিকারদের। সেদিন মান্না দের বাড়িতে হাজির হয়েছিলেন কিংবদন্তী সঙ্গীত পরিচালক পুলক বন্দোপাধ্যায়। মান্না দের হাতে খুন্তি দেখে অবাক তিনি। এও সম্ভব? রান্না করছেন শিল্পী? সোজা তাঁর সঙ্গে কথা বলতে শুরু করলেই মান্না দে তাঁকে অনুরোধ করেন, "কী রান্না হচ্ছে খেয়ে বলতে হবে। এখন ঘরে গিয়ে বসুন।"
আরও পড়ুন < নিয়ম ছিল না বড় চুল রাখার, পুরনো রীতি মেনেই নিজের স্কুলে ফিরলেন শাহরুখ >
এদিকে, সুযোগের সদ্ব্যবহার করলেন পুলক বাবু নিজেই। বাড়ির কর্তা রান্না করছেন বলে কথা। এই সুযোগ ছাড়া যায়। মান্না দের রান্না শেষ হতে হতেই তিনি বেঁধে ফেললেন সুর। লিখে ফেললেন এক বিশ্ববিখ্যাত গান। আর সেই গানটি হল 'আমি শ্রী শ্রী ভজহরি মান্না...'
রান্না সেরে মান্না দে ঘরে ঢুকতেই পুলক বাবু বলেন, "আপনার রান্নার সঙ্গে সঙ্গে আমার লেখাও কমপ্লিট। হতচকিত হয়ে তিনি জিজ্ঞেস করেন, মানে? আপনার কী আবার কমপ্লিট? সোজা উত্তর দেন পুলক, গান! আবার কি? এই টপিক কেউ ছাড়ে?" জীবনের নানা বিষয়কে কাজে লাগিয়েই গান তৈরি করতেন পুলক বন্দোপাধ্যায়। আর তাঁর কথা এবং সুরে প্রাণ দিতে থাকেন মান্না দে খোদ। দুইয়ের যুগলবন্দীতে জন্ম নিতে থাকে একের পর এক সুপারহিট।