scorecardresearch

মদ্যপ অবস্থায় আমি ওকে জড়িয়ে ধরেছিলাম : মনোজ বাজপেয়ী

কার সঙ্গে এই কাণ্ড করেছিলেন মনোজ?

manoj bajpeyee, manoj bajpeyee news, news on manoj bajpeyee, মনোজ বাজপেয়ী, মনোজ বাজপেয়ী খবর, মনোজ বাজপেয়ী নিউজ, মনোজ বাজপেয়ী আপডেট, manoj bajpeyee update, indian express entertainment news, express entertainment news, entertainment news, আজকের বিনোদনের খবর, update entertainment news
মনোজ বাজপেয়ী

মদ খেয়ে একজন সুপারস্টারকে জড়িয়ে ধরা! সে কম বড় কান্ড! তাও আবার কেরিয়ারের শুরুর দিকেই এহেন কান্ড ঘটিয়েছিলেন মনোজ বাজপেয়ী…কাকে জড়িয়ে ধরেছিলেন তিনি?

তখন সদ্য রিলিজ করেছে সত্য ছবি। মনোজ বাজপেয়ীর অভিনয় দাগ কাটতে শুরু করেছে সকলের মনে। অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। কিন্তু, এসবের পরেও অমিতাভকে জড়িয়ে ধরেছিলেন মদ্যপ অবস্থায়! অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, “রাম গোপাল ভর্মা তখন সত্য ছবির জন্য উচ্ছ্বসিত। অমিতাভ স্যারের জন্য, একটা বিশেষ স্টুডিও বুক করেছিলেন, যে উনি আসবেন পুরো পরিবার নিয়ে। আর আমি উনার ভক্ত, ছোট থেকেই উনার ভক্ত! আমি তো অন্য জায়গায় পৌঁছে গিয়েছি তখন”।

আরও পড়ুন [ ‘আমি তো বেঙ্গল থেকেই আনাতাম…’, সুশান্তের প্রাক্তন অঙ্কিতার গভীর সংযোগ ছিল বাংলার সঙ্গে! ]

তাহলে নেশার গল্প আসলেই কোথায়? অভিনেতা বললেন… “রামুর গাড়িতে সবসময় একটা মদের বোতল থাকতই। এবার আমরা সেটা বের করে খেতে শুরু করেছি। সিনেমা শেষ হওয়ার পর যখন অমিতাভ বেরিয়ে আসবেন তখন, আমায় রামু ওর সঙ্গে যেতে বলে। হালকা নেশা হয়ে গিয়েছিল বলে আমি আর সাহস দেখাই নি। তবে, যেখানে বাঘের ভয়। আমার আরেক বন্ধু আমায় ঘাড় ধরে গাড়ি থেকে বের করে দেয়। আমি বুঝতে না পেরে বাথরুমে ঢুকে পড়ি। কিন্তু কি আর করার!”

আরও পড়ুন [ ‘এত খারাপ গায় কেউ…?’, অরিজিতের গান শুনে কেঁদে ভাসান অনুরাধা ]

অভিনেতা বাথরুম থেকে বেরোতেই সর্বনাশ! এগিয়ে আসেন অভিষেক, কুশল বিনিময় করেন, কথা বলেন। মনোজ বললেন, “আমি তখন অভিষেকের সঙ্গে কথা বলার সময় বুঝতে পারি কেউ একটা এসে দাঁড়িয়েছে, আর তিনি অমিতাভ। আমার সাহস হচ্ছিল না তাঁর দিকে তাকাবো।” কিন্তু, একটা সময় পর মনোজ তাঁর সঙ্গে কথাও বলেন, এবং ফ্যান হিসেবে তাঁকে একবার জড়িয়ে ধরতে চান। তারপর?

অমিতাভ এককথায় রাজি হয়ে যান। তাঁকে শুধু জড়িয়ে ধরেছিলেন এমন নয়, বরং প্রশংসাও করেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Manoj bajpeyee hugged while he was drunk