ইন্ডাস্ট্রিতে আসার আগে কতই না কাঠখড় পোড়াতে হয় হবু তারকাদের। মুম্বই পৌঁছনোর পয়সাও থাকে না অনেকের কাছে। এমনই একজন হলেন মনোজ বাজপেয়ী।
দিল্লিতে যাওয়ার জন্য টাকা ছিল না বেশি। এই বন্ধুর কাছ থেকেই পেয়েছিলেন টিকিটের টাকা। তাও দক্ষিণা স্বরূপ! অভিনেতা, সেদিনের কথাই উল্লেখ করেছেন। বাবা টাকা দেবেন কিনা, এ প্রসঙ্গে জানতেন না তিনি। তাই, বাধ্য হয়ে দিল্লি যাচ্ছেন এমন এক বন্ধুর স্মরণাপন্ন হলেন তিনি। তারপর? সেই বন্ধু যা বললেন...
অভিনেতার কথায়... "আমার এক বন্ধু দিল্লি যাচ্ছিলেন। সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হত ও। আমি ওকে বললাম, আমায় নিয়ে চল। ও সোজা আমায় জিজ্ঞেস করল যে আমার কাছে টাকা আছে কিনা। আমিও বলে দিলাম, যে বাবা দেবেন কিনা জানি না। তারপরই, ওকে বলি যে টিকিটের টাকা কতটা? ৫০ টাকা শুনে আমি ওর কাছে অনুরোধ করি এখনের মত দিয়ে দাও। আমি পরে ফেরত দেব"। এরপর তাঁর বন্ধু যা বললেন, যেন নিজের কানে বিশ্বাস করতেই পারেননি।
আরও পড়ুন < আসাম ডুবছে বন্যায়, এদিকে ব্রহ্মপুত্রের ম্যাজিক মোমেন্ট তুলে ধরলেন আশিস বিদ্যার্থী >
পন্ডিত মানুষ মনোজ বাজপেয়ী। তাঁকে দেওয়া টাকা ফেরত নেবেন? সোজা বলেছিলেন, "তুমি গরীব মানুষ। কবে আর ফেরত দেবে? আমি তোমায় পণ্ডিত হিসেবে দক্ষিণা দিলাম। যাও, আর ফেরত দিতে হবে না।" কিন্তু সেদিনের সেই ছোট্ট উপকার, আজও মনে রেখেছেন তিনি। তবে, সেদিন সেই ৫০ টাকার বিনিময়ে ইন্ডাস্ট্রিকে এক সুপারস্টার উপহার দিয়েছিলেন তাঁর বন্ধুও। সত্য সিনেমার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে বিপুল পরিচিতি। তারপর, আর পিছু ফিরে তাকাতে হয় নি তাঁকে।