scorecardresearch

কিং খানের প্রতি তিক্ততা! ‘শাহরুখকে আমি ভাঙতে দেখেছি…’, অকপট মনোজ বাজপেয়ী

একসঙ্গে কাজ করেছেন প্রায় দেড় বছর, শাহরুখকে নিদারুণ চেনেন মনোজ

shah rukh khan, manoj bajpeyee, shah rukh khan bollywood, shah rukh khan news, shah rukh khan update, shah rukh khan news update, manoj bajpeyee bollywood, manoj bajpeyee news, manoj bajpeyee update news, শাহরুখ খান, মনোজ বাজপেয়ী, শাহরুখ খান খবর, শাহরুখ খান বলিউড, মনোজ বাজপেয়ী খবর, মনোজ বাজপেয়ী বলিউড, indian express entertainment news, express entertainment news
শাহরুখ-মনোজ

“আমি শাহরুখের খারাপ শুনতেও নারাজ! শাহরুখকে নিয়ে ভাল খারাপ কখনও বলতে পারব না।” অনেক ছোট থেকেই একসঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়েছেন মনোজ বাজপেয়ী এবং কিং খান, তবে শাহরুখকে নিয়ে এক ঢোক জল বেশিই খেলেন।

শাহরুখকে স্টার বানিয়েছেন তাঁর অনুরাগীরা, এমনও বলে থাকেন বলি তারকারা। এবার, এক্কেবারে শাহরুখকে নিয়ে প্রশংসার বন্যা বইয়েছেন মনোজ। বলছেন, “আমার আর শাহরুখের মধ্যে খুব একটা দেখা হয় না। আমি আমার জগৎ বানিয়েছি, ও ওর জগৎ বানিয়েছে। যখন আমাদের ১৯-২০ বছর বয়স ছিল একসঙ্গে কাজ করেছি প্রায় একবছর”। শাহরুখের চড়াই উৎরাই দেখেছেন মনোজ। সেদিনের শাহরুখের পক্ষে একেবারেই সহজ ছিল না এসব। স্বপ্নই ছিল তারকা হয়ে ওঠার। মনোজ বলেন….

আরও পড়ুন [ ‘আমি তো বেঙ্গল থেকেই আনাতাম…’, সুশান্তের প্রাক্তন অঙ্কিতার গভীর সংযোগ ছিল বাংলার সঙ্গে! ]

“আমার যে কি আনন্দ হয় শাহরুখকে দেখে। ও যেভাবে নিজেকে তৈরি করেছে। একটা মানুষ যার কাছে কিছু ছিল না। ২৬ বছর বয়সে সব হারিয়ে গিয়েছিল। পরিবার ছিল না। সেই জায়গা থেকে নিজের নাম তৈরি করা, নিজেকে পরিচিতি দেওয়া, পরিবার তৈরি করা, মানুষের কাছে সম্মান পাওয়া… এগুলো সবই সহজে পারে না। আমি ওকে এই কারণেই সম্মান করি, ওকে দেখেছি আমি একটা সময়। ওর জীবনটা ধ্বংস হতে, উঠতে দেখেছি। আমার কাছে শাহরুখের সম্পর্কে কোনদিক তিক্ততা শুনতে পারবেন না। আমি ওকে নিয়ে কোনোদিন খারাপ কিছু বলতেও পারব না।”

উল্লেখ্য, স্ক্রিনে দুবার একসঙ্গে কাজ করেছেন মনোজ এবং শাহরুখ। ১৯৮৯ সালে টেলিভিশনে এবং বীর জারা উপলক্ষে দ্বিতীয়বার। তারপর থেকে আর কাজ করেন নি দুজনে। কিন্তু, দুজনের প্রতি দুজনের সম্মান রয়েছে দেখার মত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Manoj bajpeyee said never be bitter for shahrukh