/indian-express-bangla/media/media_files/2025/04/04/ngofCI5TLOxw3ND6yWNs.jpg)
Manoj Kumar death: মনোজ কুমারের মৃত্যুর পর এই ঘটনাও শোনা যাচ্ছে... Photograph: (ফাইল চিত্র )
Manoj Kumar Death-SRK: তিনি নিজের দেশের মানুষের মনে আর্ট এবং ক্রাফটের মাধ্যমেই দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। একের পর এক দেশাত্মবোধক প্রজেক্টে কাজ করেছিলেন। তাঁকে দেশের মানুষ ভারত কুমার বলেও ডাকতেন। কিন্তু, মনোজ কুমার মানেই অন্যরকম ডায়লগ ডেলিভারি। আর শাহরুখ খানের ওম শান্তি ওম ছবিতে একারণেই পালিয়েছিল গন্ডগোল। সেই ছবির জন্যই শাহরুখের ওপর...
ওম শান্তি ওম ছবিতে, যখন শুরুর দিকে স্পেশ্যাল স্ক্রিনিং দেখানো হচ্ছে, দেব সাহেবের সঙ্গে সঙ্গে মনোজ কুমার সেই স্ক্রিনিং এ আমন্ত্রিত। এবং মুখ ঢেকে সেই ব্যক্তি হাজির হন। কিন্তু, তাঁর আগে অবশ্য ওম এবং পাপ্পু তাঁর আমন্ত্রণ পত্র চুরি করে হলে ঢুকে গিয়েছেন বলেই দেখা যায়। এরপরই, মনোজ কুমারকে সিনেমা হলের গার্ডরা চিনতে পারেন না, এবং তাঁকে লাঠি নিয়ে তাড়া করেন। মনোজ কুমার এই দৃশ্যের কারণেই শাহরুখ এবং ফারহা খানের ওপর বেজায় চটেছিলেন। কেবল মুখ ঢাকার কারণে তিনি অপরিচিত হয়ে থাকলেন? একেবারেই তাঁর এই ঘটনা ভাল লাগেনি। তাই যা করেছিলেন তিনি....
মনোজ কুমার মাস কন্টেন্টের সঙ্গে সন ক্লাসি পারফর্মার হিসেবেও পরিচিত। তাঁর একেকটি ছবি ভারতীয় সিনেমায় মাইলস্টোন। এবং তাঁকে নিয়ে যে শাহরুখ এবং ফারহা খানের এহেন ঠাট্টা তামাশা করেছিলেন, সেই নিয়েই মানহানির মামলা দায়ের করেছিলেন তিনি। এবং পরবর্তীতে তাঁকে বলা হয়েছিল, যে এই দৃশ্য ছবি থেকে ডিলিট করে দেওয়া হবে, যেটা আদৌ করা হয়নি। একারণেই, পরে মনোজ কুমার এক সাক্ষাৎকারে বলেন...
"আমি প্রতারিত বোধ করেছি, এবং তাই দুঃখও পেয়েছি আমি। আমি জানতে আগ্রহী ছিলাম যে তারা আমাকে উপহাস করেছে এমন দৃশ্যগুলি সরিয়ে দিয়েছে কিনা। আমি একজন বিশ্বাসী মানুষ। যখন তারা (ফারাহ খান এবং শাহরুখ খান) আমাকে বলল যে তারা সেগুলি সরিয়ে দিয়েছে, আমি তা মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর আমি প্রতিক্রিয়া পেয়েছি যে সেই দৃশ্যগুলি সরানো হয়নি। অনেকেই আমার সাথে একমত হবেন, আমি মনে করি যে আমাকে উপহাসকারী এই লোকদের বিরুদ্ধে আমাকে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে হবে। যে কেউ আমাকে পেটের নীচে মারবে আমি তাকে শাস্তি দেব। এমন একটি সময় এসেছিল যখন এমনকি গান্ধীজিকেও বলতে হয়েছিল, 'কর অথবা মর'। তারা আমার সাথে দালালের মতো আচরণ করছে।"
এখানেই, শেষ না! মনোজ কুমার বলেছিলেন, তাঁর সঙ্গে শাহরুখের ব্যক্তিগত কোনও ঝামেলা নেই। কিন্তু বিষয় যখন তাঁর মান সম্মানে আসে তিনি থামবেন না। তিনি এও বলেছিলেন, ১০০ কোটির কেস করবেন তিনি। কারণ, সেই দৃশ্য না হাটিয়েই জাপানে এই ছবি রিলিজ করা হতো।