Manoj Kumar Real Name: ৮৭-তে জীবনাবসান 'দেশভক্ত' মনোজ কুমারের, প্রয়াত অভিনেতার আসল নাম জানেন?
Manoj Kumar Stage Name: মনোজ কুমার হিসেবেই সকলের কাছে পরিচিত। কিন্তু, এটা তাঁর আসল নাম নয়। বিশিষ্ট এক অভিনেতার সিনেমার চরিত্রের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম পরিবর্তন করেন। কে তিনি?
Manoj Kumar Stage Name: মনোজ কুমার হিসেবেই সকলের কাছে পরিচিত। কিন্তু, এটা তাঁর আসল নাম নয়। বিশিষ্ট এক অভিনেতার সিনেমার চরিত্রের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম পরিবর্তন করেন। কে তিনি?
Manoj Kumar: শুক্রের সকালে শোকস্তব্ধ টিনসেল টাউন। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর জীবনাবসান হয় 'দেশভক্ত' মনোজ কুমারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকের ছায়া সিনেদুনিয়ায়। ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অভিনেতা মনোজের মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল। দেশভক্তির ছবির জন্য বিখ্যাত ছিলেন মনোজ কুমার। ইমার্জেন্সি পিরিয়ডে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মনোজ কুমার হিসেবে যিনি দর্শকের মনের মণিকোঠায় চিরদিন রয়ে যাবেন তাঁর প্রকৃত নাম জানেন?
Advertisment
Harikrishna Giri Goswami মনোজ কুমারের আসল নাম। কী কারণে নিজের নাম বদলে ফেলেছিলেন? ছোটবেলায় দিলীপ কুমারের সিনেমার প্রতি আশক্ত ছিলেন। Shabnam-এ দিলীপের নাম হয়েছিল মনোজ। সেইদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন যদি কোনওদিন অভিনেতা হন তাহলে মনোজের নামেই নিজের নাম রাখবেন।
যেমন ভাবা তেমন কাজ। এবার জেনে নেওয়া যাক নাম পরিবর্তনের পিছনের কাহিনি। Lehren-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ কুমার বলেছিলেন কী ভাবে দিলীপ কুমারের Shabnam ছবির মনোজ নাম তাঁকে আকৃষ্ট করেছিল। প্রয়াত অভিনেতা বলেছিলেন, ' Shabnam সিনেমাটা আমি দেখেছিলাম। সেখানে দিলীপ সাবের নাম ছিল মনোজ। তখনই মনস্থির করেছিলাম যেদিন আমি অভিনেতা হব সেদিন আমিও নিজের নাম পালটে মনোজ রাখব। ১২-১৩ বছর বয়সে আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম।'
তিনি আরও যোগ করেছিলেন, 'আমি একাধিক ছবিতে কাজ করেছি। সেখানে আমার অনেকরকম নাম ছিল। সিলীপ সাবও অনেক ছবিতে কাজ করেছেন। তাঁরও একাধিক নাম ছিল। নিজের বা ওঁর সব নাম মনে নেই। কিন্তু, ছোটবেলার ওই সময়টার কাছে কৃতজ্ঞ যে আমি নাম পরিবর্তনের কথা ভেবেছিলাম।'
Advertisment
প্রসঙ্গত, হৃদরোগের নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট মোতাবেক, এই সমস্যার সঙ্গে সিরোসিস লিভারেও ভুগছিলেন অভিনেতা। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন মনোজ কুমার।