Manosi 2nd Baby Pic: দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মানসী, সপ্তাহ ঘুরতেই ছোট্ট রাজপুত্রের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Manosi Sengupta 2nd Baby: দ্বিতীয়বার মা হয়েছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছোট্ট সোনার বয়স সাত দিন হতেই নবজাতকের ছবি শেয়ার করলেন মানসী।

Manosi Sengupta 2nd Baby: দ্বিতীয়বার মা হয়েছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছোট্ট সোনার বয়স সাত দিন হতেই নবজাতকের ছবি শেয়ার করলেন মানসী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নবজাতকের ছবি শেয়ার করলেন মানসী

নবজাতকের ছবি শেয়ার করলেন মানসী

Manosi Sengupta 2nd Baby Pic:দিনটা ছিল ১৯ মার্চ, বুধবার। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্তর কোল আলো করে এসেছে রাজপুত্তুর। এক পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে মানসীর এখন ভরা সংসার। গত সপ্তাহের শুরুতেই সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় প্রেগন্যান্সিতে একটু 'রিস্ক ফ্যাক্টর' থাকলেও সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছেন নিম ফুলের মধু খ্যাত মৌমিতা বৌদি। ছোট্ট সোনাকে নিয়ে রবিবার বাড়ি ফিরেছেন অভিনেত্রী।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন নিউলি মাম্মি মানসী সেনগুপ্ত। তবে মুখের ছবি নয়, ছোট্ট ছোট্ট দুটো পায়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দোসর কাজললতা। নবজাতকের  সঙ্গে সময়টা কেমন কাটছে তারই টুকরো মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরলেন মানসী। এখন অপেক্ষা কবে লিটল প্রিন্সের মুখ দর্শন করান নতুন মা। 

বুধবার সকালে মানসীর বোন রাইমা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, দ্বিতীয়বার মাসি হয়েছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর দিদি মানসী সেনগুপ্ত। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল থেকে খোদ মানসীও জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। রবিবারই বাড়ি ফিরবেন। নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফেরার পরও সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে 'মিষ্টি' রিল শেয়ার করেছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করেছেন। নিম ফুলের মধুর পাশাপাশি টেলিভিশনের আরও এক হিট মেগা কোন গোপনে মন ভেসেছে-তেও কাজ করেছিলেন মানসী। 

Advertisment

প্রসঙ্গত, মানসী যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন জানিয়েছিলেন, এটি তাঁর হাই-রিস্ক প্রেগন্যান্সি। প্রথম সন্তান প্রিম্যাচিওর হয়েছিল। তাই এবার চিকিৎসক তাঁকে খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু, মানসী যে একদমই ঘরে বসে থাকতে পছন্দ করেন না। তাই সকলে ছুটি নিতে বললেও তিনি নেননি। বেবি বাম্প উঁকি দেওয়ার আগে পর্যন্ত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করেছেন। যে চরিত্রে অভিনয় করছিলেন সেখানে স্ফীতোদর বোঝা গেলে সমস্যা। তাই যতদিন সম্ভবত হয়েছে কাজ করে গিয়েছেন। এখন আপাতত ছোট্ট সোনাকে নিয়েই দিন কাটছে মানসীর। দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ আস্বাদন করছেন অভিনেত্রী। 

Bengali Television Bengali serial TRP Bengali Serial Bengali Actress Manosi Sengupta