প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মনু মুখোপাধ্যায়। কোমরের সমস্যা থাকায় শেষ কয়েক বছর একেবারে শয্যাশায়ী ছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা ছিল তাঁর।

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মনু মুখোপাধ্যায়। কোমরের সমস্যা থাকায় শেষ কয়েক বছর একেবারে শয্যাশায়ী ছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা ছিল তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলা চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মনু মুখোপাধ্যায়। কোমরের সমস্যা থাকায় শেষ কয়েক বছর একেবারে শয্যাশায়ী ছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা ছিল তাঁর। রবিবার সকাল ৯.৩৫ নাগাদ নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় নিখেছেন, 'থিয়েটার ও ফিল্ম জগতের বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত। টেলি সম্মান পুরস্কারের আসরে ২০১৫ সালে আমরা তাঁকে জীবন কৃতি সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি রইল আমার সমবেদনা।'

Advertisment

প্রক্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, মৃণাল সেনের একাধিক ছবিতে অভিনেতা মনু মুখোপাধ্যায়ের কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু, অশনি সংকেত ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেও তাঁর অভিনয় দাগ কেটেছে।

মনু মুখোপাধ্যায় ১৯৩০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তাঁর নাম সৌরেন্দ্রনাথ হলেও ডাক নামেই রূপোলি পর্দায় জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৪৬ সালে ম্যাট্রিক পাসের পর মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতিআগ্রহ ছিল তাঁর। সেহেতু পাড়ার নাটকের দলে যোগ দেন তিনি। বিশ্বরূপায় থিয়েচারের প্রম্পটার হিসেবে কাজ শুরু করেছিলেন মনু মুখোপাধ্যায়। পরে, ক্ষুধা নাটকে কালী বন্দোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে অভিনয় করেন। সেই থেকেই তাঁর অভিনয় দক্ষতা ত্রমশ স্বীকৃতি পেতে শুরু করে।

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া বাংলার চলচ্চিত্র জগতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee tollywood