১৭ বছরের দাম্পত্যে ইতি! সংসার ভাঙল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়কের

১৭ বছর একসঙ্গে ছিলেন। প্রসঙ্গে ভারতের অন্যতম ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী রাহুল দেশপান্ডে। এবং তাঁর স্ত্রী নেহা এই বিষয়ে, এতদিনে নিজেদের বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন।

১৭ বছর একসঙ্গে ছিলেন। প্রসঙ্গে ভারতের অন্যতম ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী রাহুল দেশপান্ডে। এবং তাঁর স্ত্রী নেহা এই বিষয়ে, এতদিনে নিজেদের বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update

সংসার ভাঙছে শিল্পীর...

চারিদিকে বিবাহ বিচ্ছেদের যেন লাইন লেগে গিয়েছে। বহু বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে নিমেষেই। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল গোবিন্দা নাকি তাঁর বিয়ের ইতি ঘটাতে চলেছেন। এবং, তাঁর স্ত্রী সুনিতা নাকি ডিভোর্স ফাইল পর্যন্ত করেছিলেন। কিন্তু, পরবর্তীতে তাঁরা জানান যে,  কিছুই না। কিন্তু এবার জানা যাচ্ছে, ১৭ বছরের সংসার ভাঙছে সঙ্গীতশিল্পী। এবং সমাজ মাধ্যমেই তাঁদের আলাদা হওয়ার খবর জানিয়েছেন দম্পতি নিজেই। 

Advertisment

১৭ বছর একসঙ্গে ছিলেন। প্রসঙ্গে ভারতের অন্যতম ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী রাহুল দেশপান্ডে। এবং তাঁর স্ত্রী নেহা এই বিষয়ে, এতদিনে নিজেদের বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। এবং, জন্যই যে এতদিন সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল তাঁদের, এমনটাই জানিয়েছেন নিজেদের পোস্টে। তিনি লিখছেন.. 

"প্রিয় বন্ধুগণ,আপনাদের প্রত্যেকেই আমার যাত্রাপথের একটি অর্থবহ অংশ ছিলেন, তাই আমি আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ আপডেট ভাগ করতে চাই। আপনাদের মধ্যে কিছুজনকে আমি আগেই এই খবর জানিয়েছি। ১৭ বছরের বিবাহিত জীবন এবং অসংখ্য মূল্যবান স্মৃতির পর, নেহা আর আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং স্বাধীনভাবে আমাদের জীবন চালিয়ে যাচ্ছি। আমাদের আইনগত বিচ্ছেদ ২০২৪ সালের সেপ্টেম্বরে সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।" 

Advertisment

 এতবছরের সংসার জীবন। সবকিছু মেটানো সম্ভব না। সেকারণেই একটু ইতস্তত বোধ করছিলেন তিনি। বলছিলেন, "এই পরিবর্তনকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার জন্য এবং সবকিছু চিন্তাশীলভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার জন্য আমি কিছুটা সময় নিয়েছিলাম, বিশেষ করে আমাদের মেয়ে রেণুকার স্বার্থ বিবেচনায়। রেণুকাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে নেহার সঙ্গে মিলেই আমি তাকে নিঃশর্ত ভালোবাসা, সমর্থন ও স্থিতিশীলতার সঙ্গে লালনপালন করব।" 

আলাদা হলেও জীবনের অন্যতম এই অধ্যায়ে তাঁরা সময় চেয়ে নিয়েছেন। তাঁদের কথায়, "এটি আমাদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় হলেও, বাবা-মা হিসেবে আমাদের বন্ধন এবং একে অপরের প্রতি সম্মান অটুট থাকবে। এই সময়ে আমাদের সিদ্ধান্ত এবং ব্যক্তিগত গোপনীয়তাকে বোঝার ও শ্রদ্ধা করার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।" 

রাহুল মারাঠি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক ও অভিনেতা। এর আগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মি বসন্তরাও’ ছবির জন্য সেরা পুরুষ নেপথ্য গায়কের সম্মান অর্জন করেছিলেন। ছবিটিতে তিনি মুখ্য ভূমিকাতেও অভিনয় করেছিলেন। রাহুল প্রয়াত শাস্ত্রীয় কণ্ঠশিল্পী বসন্তরাও দেশপাণ্ডের নাতি।

Entertainment News Entertainment News Today