Advertisment
Presenting Partner
Desktop GIF

বলিউড না হলিউড, ব্যবসায় এগিয়ে কোন ছবি

১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের 'মরদানি টু' এবং হলিউড ছবি 'জুমানজি: দ্য নেক্সট লেভেল'। প্রথম উইকএন্ডে কোন ছবি বেশি ভাল ব্যবসা করল?

author-image
IE Bangla Web Desk
New Update
Mardaani 2 Jumanji The Next Level box office collection

বাঁদিকে 'মরদানি টু' এবং ডানদিকে 'জুমানজি দ্য নেক্সট লেভেল'-এর পোস্টার

Mardaani 2: শুক্রবার ১৩ ডিসেম্বর একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি 'মরদানি টু', ডোয়েন জনসন অভিনীত ছবি 'জুমানজি: দ্য নেক্সট লেভেল', কার্তিক আরিয়ান-ভূমি পেডনেকর অভিনীত 'পতি পত্নী অউর ও' ছাড়াও রয়েছে ইমরান হাশমি অভিনীত 'দ্য বডি'। এর মধ্যে চতুর্থ ছবিটি ছাড়া বাকি সব ছবিই ব্যবসা করতে সক্ষম হয়েছে।

Advertisment

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে 'মরদানি টু' এবং 'জুমানজি'-র মধ্যে। রানি মুখোপাধ্যায়ের এই সিকোয়েলটি যেমন বহু প্রতীক্ষিত, তেমনই জুমানজি ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবিটির জন্যেও কিন্তু হলিউড-প্রেমী দর্শক অপেক্ষা করেছেন অনেকদিন ধরে। তাই দুটি ছবিই ভালো ব্যবসা করেছে মুক্তির প্রথম উইকএন্ডে।

আরও পড়ুন: চুলবুল পাণ্ডে ছিল নেগেটিভ চরিত্র, প্রকাশ্যে নতুন তথ্য

'জুমানজি' শনিবার ১৪ ডিসেম্বর এদেশে ব্যবসা করেছে ৮.৩৫ কোটি অর্থাৎ বৃহস্পতিবারের প্রিভিউ মিলিয়ে এখনও পর্যন্ত এই হলিউড ছবির মোট ব্যবসার পরিমাণ ১৪.৫৫ কোটি। আবার মুক্তির দুদিনে রানি মুখোপাধ্যায়ের 'মরদানি টু' ব্যবসা করেছে মোট ১০.৩৫ কোটি। রবিবার ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই ধারণা ট্রেড অ্যানালিস্টদের। প্রথম উইকএন্ডে যদিও 'জুমানজি'-র থেকে পিছিয়ে রয়েছে 'মরদানি টু', আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহে এই ছবির ব্যবসার পরিমাণ বাড়বে।

হলিউড ছবিটির ব্যবসার নিরিখে এগিয়ে থাকার একটি প্রধান কারণ এটি পুরোপুরিভাবে একটি পারিবারিক ছবি যা কচিকাঁচাদের নিয়ে দেখা যায়। তাই মাল্টিপ্লেক্সে সপ্তাহান্তে এই ছবির ফুটফল খুবই বেশি। 'মরদানি টু'-এর গল্পটাই এমন যে সব বয়সের শিশুদের এই ছবি দেখতে নিয়ে যাওয়া যায় না। উইকএন্ডে যেহেতু ফ্যামিলি ফুটফল বেশি থাকে, তাই তুলনামূলকভাবে একটু পিছিয়ে রয়েছে এই বলিউড ছবি।

ওদিকে আগামী শুক্রবার ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'দাবাং ৩'। তার আগেই অনেকে 'মরদানি টু' দেখে ফেলতে চাইবেন কারণ ওই ছবিটি মুক্তি পেলে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে শো টাইমিং আমূল বদলে যাবে। তাই আগামী সপ্তাহে ব্যবসায় 'জুমানজি'-কে পিছনে ফেলতেই পারে 'মরদানি টু'।

bollywood movie hollywood rani mukerji
Advertisment