Advertisment
Presenting Partner
Desktop GIF

সর্বমঙ্গলার ফুলশয্যায় প্রতিশোধ খলনায়িকার! আসছে মহাএপিসোড

শেষ পর্যন্ত নকল বিয়ে থেকে অনীশ ও সর্বমঙ্গলার আসল বিয়ে সম্পন্ন হবে সান বাংলার ধারাবাহিক সর্বমঙ্গলা-তে। ক্রুদ্ধ সৌমিলি নেবে প্রতিশোধ।

author-image
IE Bangla Web Desk
New Update
Marriage Mahaepisode of SUN Bangla serial Sarbamangala starring Sanchari Hritojeet Arpita

বাঁদিক থেকে সঞ্চারী দাস, ঋতজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা মণ্ডল। ছবি সৌজন্য: সান বাংলা

সান বাংলা-র ধারাবাহিক 'সর্বমঙ্গলা'-তে আসছে মহাএপিসোড। এতদিন নায়ক-নায়িকা অর্থাৎ সর্বমঙ্গলা (সঞ্চারী দাস) ও অনীশকে (ঋতজিৎ চট্টোপাধ্যায়) ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নকল বিয়ের পরে এবার আসল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে দুজনে। কিন্তু ফুলশয্যার রাতে দম্পতির উপর প্রতিশোধ নেবে সৌমিলি (অর্পিতা মণ্ডল) যে চরিত্রটিই এবার হয়ে উঠবে খলনায়িকা।

Advertisment

এই সব নিয়েই আসছে মহাএপিসোড, আগামী ২০ মার্চ রাত নটায়। সর্বমঙ্গলাকে বাড়িতে আশ্রয় দিতে চেয়েছিল অনীশ, তাকে সাহায্য করার উদ্দেশে। কিন্তু এখনও সমাজ কুসংস্কারাচ্ছন্ন। কোনও অবিবাহিত মেয়ে বাড়িতে রয়েছে মানে তার চরিত্র খারাপ-- এমনটাই বলতে শুরু করেছিল পাড়া-প্রতিবেশীরা। এই অবস্থায় সর্বমঙ্গলাকে স্ত্রী বলে পরিচয় দিতে বাধ্য হয় অনীশ। মিছিমিছিই সিঁথিতে সিঁদুর পরিয়ে মালা-বদল করা হয়। কিন্তু অনীশের পরিবারও এই পদক্ষেপ মেনে নেয় না।

আরও পড়ুন: টেলি-তারকারা গৃহবন্দি! আশঙ্কার মধ্যেও কিঞ্চিৎ খুশি পরিবার

প্রথমত, সর্বমঙ্গলাকে বাড়ির ছেলের বউ হিসেবে মানতে নারাজ বেশিরভাগ সদস্য। দ্বিতীয়ত, যদি বা বিয়ে হতেই হয়, সেটা যেন সব আচার মেনে হয়, এমনটাই বক্তব্য বাড়ির সবচেয়ে বর্ষীয়ান সদস্য, অনীশের ঠাকুমার। তাই পাকেচক্রে সেই নিমরাজি হয়েই আসল বিয়ের আয়োজন।

সর্বমঙ্গলাও মনে করে সিঁদুর পরানো মানেই সে স্বামী। তাই অনিচ্ছাসত্ত্বেও অনীশকেই স্বামী বলে মানতে শুরু করে সে। ওদিকে অনীশেরও বিয়েতে খুব একটা আপত্তি নেই। কিন্তু বাড়ির লোকজন সৌমিলিকেই ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে ভেবে ফেলেছে। আর সৌমিলি নিজেও অত্যন্ত প্রতিশোধপরায়ণ। তাই ফুলশয্যার রাতে সদ্য-বিবাহিত দম্পতির ক্ষতি করার পরিকল্পনা করবে সে। এমনকী ফুলশয্যার সময় ঘরে ঢুকে সর্বমঙ্গলা নয়, সৌমিলিকে দেখতে পাবে অনীশ।

অর্থাৎ আরও জমজমাট হতে চলেছে ধারাবাহিকের গল্প।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Serial Bengali Television
Advertisment