আরও একবার ভারতকে গৌরবান্বিত করলেন মেরি কম। দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরার শিরোপা ষষ্ঠবারের মতো ছিনিয়ে নিলেন তিনি। আর তাতে বলিউডের সেলিব্রেশন ছিল দেখার মতো। প্রিয়াঙ্কা চোপড়া থেকে অমিতাভ বচ্চন প্রশংসার বন্যা বইল এই বক্সারের জন্য। প্রিয়াঙ্কা চোপড়া তো বড় পর্দায় মেরি কমের চরিত্রে অভিনয় করেছেন। উমঙ্গ কুমারের পরিচালনায় ২০১৪য় তৈরি হয়েছিল মেরি কম। তাই এদিন নিজের আনন্দের বাঁধ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। টুইট করে শুভেচ্ছা জানালেন বক্সারকে।
হৃতিক রোশন লিখলেন, ''এখন পর্যন্ত ছয়, আর এটা তো সবে শুরু! অনেক অনেক শক্তি ও সাহস তোমায় মেরি কম''! নিজের সঙ্গে মেরি কমের ছবি টুইট করলেন বলিউড শাহেনশা। মেরি তাঁকে বক্সিং গ্লাভস উপহার দিয়েছিলেন এদিন সেটা নিয়েই টুইট করলেন বিগ বি।
T 3005 - MARY KOM .. what a huge honour you bring to the Country .. 6 times Gold medalist World Championship !! CONGRATULATIONS !
I ever value your BOXING GLOVES that you gifted me ! they are MY gold medals !!???????????????????????????????????????????? pic.twitter.com/alTP5ZOFVW— Amitabh Bachchan (@SrBachchan) November 24, 2018
#MaryKom you rule! First woman boxer to win 6 world championships. pic.twitter.com/InIzMR0saz
— Ayushmann Khurrana (@ayushmannk) November 24, 2018
#MaryKom you have created history!! The first woman boxer to win six championship golds. You are truly a living legend and India is so proud of you! pic.twitter.com/wK03v6gVyO
— Shreya Ghoshal (@shreyaghoshal) November 24, 2018
A commendable achievement #MaryKom! ???? The country is proud. @MangteC
— Ajay Devgn (@ajaydevgn) November 24, 2018
Congratulations Champ!! So proud to see you creating history ???????????????????????? @MangteC you are a wonderwoman !#MaryKom
— Anushka Sharma (@AnushkaSharma) November 24, 2018
In a nation confused on the position of women in Society, #MaryKom becomes India's all-time great Athlete. Man or Woman.
— Shekhar Kapur (@shekharkapur) November 24, 2018
Congratulations @MangteC for winning the 6th Gold Medal at the Women’s World Boxing Championship ! ????????You make us proud ! ???????? ???????? #MaryKom #WWCHs2018
— Preity G Zinta (@realpreityzinta) November 24, 2018
Looking for motivation #MaryKom Looking for hero #MaryKom pic.twitter.com/trFsSHMVOp
— Sunny Deol (@iamsunnydeol) November 25, 2018
প্রসঙ্গত, শনিবার ষষ্ঠবার সোনা জিতলেন এই মহিলা বক্সার। ইউক্রেনের হান্না ওখোতাকে ৫-০ হারিয়ে সেরার শিরোপা জিতেছেন তিনি। এরআগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ এ পাঁচবার সোনা জিতেছেন মেরি কম।
Read the full story in English