Mawra Hocane - Sanam Teri Kasam: পাশের দেশের বহু তারকা এদেশে বেশ জনপ্রিয়। তাঁর মধ্যে যেমন পুরুষ তারকা আছেন তেমন মহিলা তারকাও কম নেই। অন্তত, বর্তমানে পাকিস্তানের ওয়াহাজ আলি হোক কিংবা ফারহান সৈয়দ, তাঁরা কিন্তু বেজায় জনপ্রিয়। কিন্তু, ঐদেশের নায়িকারা একেবারেই পিছিয়ে নেই। বলা উচিত, তাঁদের মধ্যে থেকেই এদেশে কাজ করেছেন এবং মন জয় করে নিয়েছেন।
সনম তেরি কসম ছবিটি দেখেননি এমন মানুষ ভারতের বুকে খুব কম আছে। এমনকি, এই ছবিটি আগামীকাল আবারও থিয়েটারে রিলিজ করতে চলেছে। সেই ছবির লিডিং নায়িকাকে নিশ্চই মনে আছে? মাওরা হোকেন, অর্থাৎ পর্দার সুরু, যাকে ভালু গার্ল হিসেবেই ভারতীয় দর্শক মনে রেখেছেন, তিনি এবার সমস্ত ইন্দ্রদের কাঁদিয়ে কাছের মানুষটিকে বিয়ে করে ফেলেছেন। অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমেই শেয়ার করেছেন সেসব ছবি।
পাকিস্তানের আরেক অভিনেত্রী আমীর গিলানীকে বিয়ে করেছেন তিনি। দুজনে একসঙ্গে পর্দায় কাজ করেছিলেন, সেই থেকেই ঘনিষ্ঠতা। এবং গতকাল নিজের পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন অভিনেত্রী। পরনে ভারী লেহেঙ্গা, সঙ্গে হালকা বেশ কিছু হয়না, এবং খুব সাধারণ সাজ। হাতভর্তি মেহেন্দির রং বেশ গাঢ় এসেছে তাঁর। খুশির মুহুর্ত পরিবারের সকলের সঙ্গেই কেঁদে ভাসালেন তিনি। নিকাহর সময় উপস্থিত ছিলেন তাঁর দিদি জামাইবাবু উরওয়া এবং ফারহান ও।
যে ছবি তিনি শেয়ার করেছেন, তাঁর ক্যাপশনে লিখেছেন মাওরা আমীর হো গয়ী, যার বাংলা তর্জমা করলে দেখা যায়, মাওরা অনেক বড়লোক হয়ে গেল আজ থেকে। তাঁকে যেমন পাকিস্তানের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন, তেমন ভারতের তাঁর ভক্তদের চোখ ছলছল। কেউ কেউ তো এমনও বললেন, আর কাউকে সনম বলা যাবে না। কারওর কথায়, সেকি! এবার ইন্দ্রদের কী হবে? আবার কেউ বললেন, আপনার বিয়ের জন্য খুব খুশি, কিন্তু আপনার ভক্ত হিসেবে আজ খুব মন খারাপ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল তাঁর বিয়ের। আজ যেন তাঁর পরিবার সম্পূর্ন হয়েছে। এবার আগামীকাল এই ছবি রিলিজ করলে সিনেমা হল কতটা ভরে, সেটাই দেখার।