#MeToo: ইন্ডিয়ান আইডল থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন, বললেন অনু মালিক

‘‘আমি চ্যানেলে একটি বিবৃতি দিয়েছি। বিবৃতিটি এরকম, ‘আমি, অনু মালিক যেহেতু নিজের কাজে মনোযোগ দিতে পারছি না, সে কারণে ইন্ডিয়ান আইডল শে থেকে একটু অব্যাহতি নেব বলে মনস্থির করেছি।’’

‘‘আমি চ্যানেলে একটি বিবৃতি দিয়েছি। বিবৃতিটি এরকম, ‘আমি, অনু মালিক যেহেতু নিজের কাজে মনোযোগ দিতে পারছি না, সে কারণে ইন্ডিয়ান আইডল শে থেকে একটু অব্যাহতি নেব বলে মনস্থির করেছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্ডিয়ান আইডল থেকে নিজেই সরে দাঁড়িছেন বলে জানালেন অনু মালিক

না, তাঁকে মোটেই সোনি কর্তৃপক্ষ সরে দাঁড়াতে বলেনি। তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন ইন্ডিয়া আইডল থেকে। যৌন হেনস্থায় অভিযুক্ত অনু মালিক এমনটাই জানিয়েছেন। অনু মালিকের বক্তব্য, যৌন হেনস্থার অভিযোগ আসার পর তিনি কাজে মনোযোগ দিতে পারছিলেন না। ফলে তিনিই চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, যে তাঁর একটা ব্রেক লাগবে।

Advertisment

অনু মালিকের বিরদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন গায়িকা সোনা মহাপাত্রষ শ্বেতা পণ্ডিত এবং আরও দুজন পরিচয় প্রকাশে অনিচ্ছুক মহিলা। শোনা গিয়েছিল, এই অভিযোগগুলি আসার পর সোনি কর্তৃপক্ষ ইন্ডিয়ান আইডল শো থেকে অনু মালিককে সরে যেতে বলে।

আরও পড়ুন,#MeToo:যৌন হেনস্থার অভিযোগ ১০৬ জন ছাত্রীর- সিমবায়োসিসের ডিরেক্টরকে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ

অনু মালিকের কাছে বিষয়টি জানতে চেয়েছিল ইন্ডিয়ানএক্সপ্রেস ডট কম। তিনি জানিয়েছেন, ‘‘আমি চ্যানেলে একটি বিবৃতি দিয়েছি। বিবৃতিটি এরকম, ‘আমি, অনু মালিক যেহেতু নিজের কাজে মনোযোগ দিতে পারছি না, সে কারণে ইন্ডিয়ান আইডল শে থেকে একটু অব্যাহতি নেব বলে মনস্থির করেছি।’’

Advertisment

অনু মালিককে খুবই সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয় যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে কি না। তার উত্তরে এই সঙ্গীতকার জানান, ‘‘ওঁরা আমাকে পদত্যাগ করতে বলেননি। আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’

এর আগে সংবাদসংস্থা পিটিআই-কে নিজের আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অনু মালিক তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেন। অনু মালিকের আইনজীবী জুলফিকর মেনন বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মক্কেল #MeToo আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন, কিন্তু এ আন্দোলনকে ব্যবহার করে যে ভাবে চরিত্রহনন শুরু হয়েছে, অত্যন্ত জঘন্য প্রকৃতির।’’