বলিউডের মহিলা পরিচালকদের একটা বড় অংশ মি টু আন্দোলনের পাশে দাঁড়ালেন। যৌন হেনস্থার বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব, গৌরী শিণ্ডে, কিরণ রাও, কঙ্কণা সেন শর্মা, মেঘনা গুলজার, নন্দিতা দাস, নিত্যা মেহের, রিমা কাগতি, রুচি নারায়ণ, শাঁওলি বোস এবং জোয়া আখতার। এই পরিচালকরা সার্ভাইভারদের প্রতি তাঁদের সমর্থন জানানোর সঙ্গে সঙ্গেই এ নিয়ে আলোচনা শুরু চলচ্চিত্র শিল্পে বিপ্লব আনার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। এই পরিচালকরা অন্যদেরও আহ্বান করেছেন, যেন তাঁরা নিগ্রহকারীদের সঙ্গে কাজ না করেন।
লিপস্টিক আন্ডার মাই বুরখার পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবের প্রকাশ করা একটি নোটে অকুণ্ঠ সমর্থক জানিয়েছেন এই পরিচালকরা। ওই নোটে লেখা হয়েছে, ‘‘নারী হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক হিসেবে আমরা মিটুইন্ডিয়া আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। যেসব মহিলা তাঁদের নির্যাতন ও নিগ্রহ সম্পর্কে সৎ বক্তব্য নিয়ে এগিয়ে এসেছেন, তাঁদের প্রতি আমরা সম্পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। কাঙ্ক্ষিত বদলের পথে বিপ্লব আনার জন্য তাঁদের যে সাহস, আমরা তাকে সম্মান জানাই। কর্মক্ষেত্রে সমতা ও নিরাপত্তার পরিবেশ তৈরির ব্যাপারে সচেতনতা তৈরির জন্য আমরা একজোট হয়েছি। প্রমাণিত দোষীদের সঙ্গে কাজ না করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত আমাদের সমস্ত বন্ধু ও সহযোগীদের কাছেও আমরা এ ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।
দেশে এ পর্যায়ে মিটু আন্দোলন শুরু হয়েছে তনুশ্রী দত্তের মাধ্যমে। ২০০৮ সালে নানা পাটেকর হর্ন ওকে প্লিজ ছবির সেটে তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন তনুশ্রী।