scorecardresearch

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চুটিয়ে ঘরকন্না দুর্নিবারের, আচমকাই প্রাক্তন মিনাক্ষীর পোস্টে ‘মৃত্যুর’ কথা

কাছের মানুষের বিয়ের পরেই রাইট ট্র্যাকে ফিরলেন মিনাক্ষী?

Singer Durnibar Saha, Prosenjit Chatterjee, Durnibar Mohor, Durnibar Saha wife, Durnibar Saha marriage, tollywood news, দুর্নিবার সাহা, দুর্নিবার সাহার বিয়ে, দুর্নিবার মোহর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিউডের খবর
মীনাক্ষীর স্বীকারোক্তি

ভালবাসা সে যে এত সহজে থামে না। দুর্নিবার-ঐন্দ্রিলার বিয়ের পর থেকেই মিনাক্ষীকে নিয়ে আলোচনার শেষ নেই। দুর্নিবারের সঙ্গে তাঁরও বিয়ে হয়েছিল আড়ম্বরেই। সঙ্গীত-মেহেন্দি থেকে সবকিছুই হয়েছিল নিয়ম মেনে।

একেই একবছরে দুবার বিয়ে দুর্নিবারের। সেই নিয়ে শোরগোল কম নেই। মিনাক্ষীকে আঘাত করেছেন, মানসিকভাবে অত্যাচার করেছেন দুর্নিবার! এমনই মন্তব্য করেছিলেন অনেকে। এদিকে, নিজের সোশ্যাল মিডিয়া থেকে আজও দুর্নিবারের সঙ্গে তোলা ছবি ডিলিট করতে পারেন নি তিনি। সেই কারণেই দর্শকদের সহানুভূতি আরও বেশি পেয়েছিলেন? এবার তাঁর পোস্ট দেখেই একরকম আতঙ্কিত অনুরাগীরা।

সাদা কালো ছবিতে মিনাক্ষী ক্যাপশন দিয়েছেন, ‘Together, they make one, ‘Master of Death!’ ডেথ শব্দটির খোঁজ মিলতেই ভ্রু কুঁচকালেন একাংশ। এখানেই শেষ নয়। কেউ কেউ তো সোজা খোঁজ নিতেই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পরলেন। তবে, এই শব্দটির যোগ রয়েছে অন্য একটি বিষয়ের সঙ্গে। বক্ষে ট্যাটু, কী বোঝাতে চাইলেন মিনাক্ষী?

এই শব্দটির সম্পর্ক রয়েছে হ্যারি পটারের সঙ্গে। বুকের মাঝখানে ডেথলি হ্যালস ট্যাটু। সত্যিকারের যে মাস্টার, সে কখনোই মৃত্যু থেকে পালাবে না…এই প্রতীকীর সঙ্গে ভীষণ সম্পর্কিত পটার হেডসরা। তাই তাঁদের নজর এড়ায়নি এই বিষয়টি। তবে, একথা পরিস্কার এখন অনেকটাই সাবলীল মিনাক্ষী। বাস্তব জীবনেও ফিরছেন ধীরে ধীরে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Meenakhsi mukherjee new photo singer back to life after durnibar mohor marriage