/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/meera-food-759.jpg)
হোটেলের খাবারে পোকা। Photo: Meera Chopra/Instagram
বলিউড অভিনেত্রী মীরা চোপড়া আমেদাবাদের ডাবল ট্রি হোটেলে উঠেছিলেন। সেখানেই তাঁর রাতের খাবারে পাওয়া গেল পোকা। মীরা টুইটারে পোকা ভরা প্লেটের ছবি দিতেই তোলপাড় সোশাল মিডিয়া। টুইট করে মীরা লেখেন, ডাবল ট্রি-তে খাবার অর্ডার দিয়েছিলাম, আর পেলাম ওয়ার্ম ভরা প্লেট। ফুড সেফটি এন্ড স্ট্যান্ড্রাডস অথরিটি অফ ইন্ডিয়া দেখুন। এখানে থাকার জন্য বিশাল অঙ্কের টাকা দিচ্ছি আর বদলে পাচ্ছি পোকা ভরা খাবার। যত শীঘ্র সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
Staying in @DoubleTree ordered food and got worm in it. @fssaiindia plz have a look. We r paying a bomb to stay in dese places and dey serve us worms in my food. I want some immediate action to be taken on this. Guys lets make this trend and people know!! pic.twitter.com/hGTY6D9ck2
— meera chopra (@MeerraChopra) August 23, 2019
আরও পড়ুন, দু’টো কলার দাম দেখে চোখ কপালে উঠল রাহুল বোসের
তবে তার টুইটের উত্তর দিয়েছেন ফুড সেফটি এন্ড স্ট্যান্ড্রাডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তারা লিখেছেন, তাদের দফতরের অভিযোগ সেলে ইতিমধ্যেই তা জানানো হয়েছে এবং সঠিক তদন্তের জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হচ্ছে। আরও একটি টুইটে মীরার অভিযোগ, এই বিষয়ে ''ডবল ট্রি হোটেল কোনও ব্যবস্থা গ্রহণ করেনি'', উপরন্তু ''পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে''।
প্রসঙ্গত, মীরা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার বোন, এবং বলিউডের ছবি সেকশন ৩৭৫-এ দেখা যেতে চলেছে তাঁকে। মীরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রিচা চড্ডা ও অক্ষয় খান্না।
Read the full story in English