Jamai Shashthi 2025: কেউ বেকার, তো কেউ চ্যালেঞ্জার, আছে গো-বেচারাও, পর্দার এই হিট জামাইরা আজও মেয়েদের হার্টথ্রব

Entertainment News: একনজরে দেখে নেওয়া যাক বাংলা সিনেমায় ভিন্নস্বাদের এই জামাইরাজাদের। বাংলার অন্যতম বড় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি সিনেমা থেকে জামাইদের ছবি শেয়ার করা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?

Entertainment News: একনজরে দেখে নেওয়া যাক বাংলা সিনেমায় ভিন্নস্বাদের এই জামাইরাজাদের। বাংলার অন্যতম বড় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি সিনেমা থেকে জামাইদের ছবি শেয়ার করা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জামাইয়ের প্রকারভেদ

পর্দার জামাইয়ের প্রকারভেদ

On Screen Famous Jamai: জ্যৈষ্ঠ মাস এলেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের নতুন পালকটি যোগ হয়। আর তা হল জামাইষষ্ঠী। আম-লিচু দিয়ে জামাই আদর যে শুধু বাস্তবেই হয় এমনটা নয়, সিনেমার পর্দাতেও দেখা যায় সেই একই চিত্র। ১ জুন জামাইষষ্ঠী। জামাইদেরও কিন্তু, অনেকরকম ভাগ হয়। কেউ চ্যালেঞ্জ গ্রহণে সিদ্ধহস্ত তো কেউ আবার বোকা জামাই। দুই জামাইয়ের মধ্যে প্রতিযোগীতাও দেখা গিয়েছে সিনেমার পর্দায়। আছে বেকার জামাইও। একনজরে দেখে নেওয়া যাক বাংলা সিনেমায় ভিন্নস্বাদের এই জামাইরাজাদের। বাংলার অন্যতম বড় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি সিনেমা থেকে জামাইদের ছবি শেয়ার করা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?

Advertisment

প্রথমে আসা যাক ২০০৯ সালে দেব-শুভশ্রী অভিনীত 'চ্যালেঞ্জ'-এর কথায়। আবির-পূজার খাট্টামিঠা প্রেমকাহিনি আজও দেব-শুভশ্রী জুটির ভক্তদের ভীষণ প্রিয়। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত পূজাকে স্ত্রী হিসেবে পেয়েছে আবির। বরবেশে এই ছবিতে দেবের লুক আজও ভাইরাল। জামাইষষ্ঠীর আগে ফিরে দেখা দেবের জামাই লুক। চ্যালেঞ্জ ছবির জামাই বলে প্রযোজনা সংস্থার তরফে মজা করে লেখা হয়েছে চ্যালেঞ্জার জামাই। গো-বেচারা জামাই কে জানেন? অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরা। বলো দুগ্গা মাইকি ছবিতে জামাইয়ের সাজে ধরা দিয়েছিলেন অঙ্কুশ। বিপরীতে ছিলেন নুসরত জাহান। এই ছবির দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন গো-বেচারা জামাই আখ্যা দেওয়া হয়েছে অঙ্কুশকে। 

চার জামাইয়ের তালিকায় এবার রয়েছে বেকার জামাই। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনিয়ার স্টার ঋত্বিক চক্রবর্তী। সোহিনী সরকার ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত বিবাহ ডায়েরিজ-এ প্রত্যয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক। থিয়েটার করতে ভালবাসে। অথচ সেখান থেকে তো পর্যাপ্ত আয় হয়না। সেই নিয়ে সংসারে অশান্তি। তাই প্রযোজনা সংস্থার নজরে ঋত্বিক বেকার জামাই! লাস্ট বাট নট ইন লিস্ট দুই জামাইয়ের প্রতিযোগীতা। সৌম্য বন্দ্যোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জামাই লড়াই দেখা গিয়েছিল আমার জামাই বেস্ট ছবিতে। এবারের জামাইষষ্ঠীতে আপনার কেমন জামাই কোন তালিকায় পরে বুঝে যাবেন অনায়াসে। 

Advertisment

আরও পড়ুন মুম্বইয়ে পাকাপাকিভাবে থাকার ইচ্ছে তবে বাংলা সিরিজ-সিনেমায় কাজের প্রস্তাব পেলে অবশ্যই করব: মিশমি দাস

jamai sasthi Bengali Cinema Bengali Actor