/indian-express-bangla/media/media_files/2025/05/19/fdKZlGWMNHvP15LeSo3M.jpg)
কে এই অভিনেত্রী?
/indian-express-bangla/media/media_files/2025/05/19/wewrwerew-579626.jpg)
অভিনয়ে অনিচ্ছা!
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি 'Madras Cafe'। এই ছবিতে জন আব্রাহামের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী রাশি খান্না। কিন্তু, অভিনয় করার শখ কোনওদিনই ছিল না রাশির। ফারহা খানের ইউটিউব চ্যানেলে সেই কথা নিজেই বলেছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/05/19/dfgdgr-991075.jpg)
কেন অডিশনে অনিহা?
রাশি খান্না কোনওদিনই অভিনয় করতে চাননি। ফারহা খানের শোয়ে বলেছিলেন, 'প্রথমবার অডিশন দিতে গিয়ে পালিয়ে এসেছিলাম। একটা লিপ গ্লসের বিজ্ঞাপনের জন্য আমাকে ডেকেছিল। কিন্তু, সামনে এত লোক দেখে চমকে গিয়েছিলাম। আমি একটু লাজুক প্রকৃতির।'
/indian-express-bangla/media/media_files/2025/05/19/ghgfhgfhf-838433.jpg)
'Madras Cafe'-এর অডিশনে কী হয়েছিল?
কাস্টিং ডিরেক্টরের তরফে রাশির কাছে অডিশনের প্রস্তাব যায়। কিন্তু, রাশি প্রথমে করাজি হননি। দুবার নাকোচ করার পর তৃতীয়বার সম্মানের খাতিরে হ্যাঁ বলেছিলেন। কারণ রাশি অভিনেত্রী হতে চাননি, তাহলে কী স্বপ্ন ছিল তাঁর?
/indian-express-bangla/media/media_files/2025/05/19/qqq-900703.jpg)
IAS অফিসার হওয়ার স্বপ্ন
অভিনেত্রী রাশি খান্না বলেন, 'আমার আসলে IAS অফিসার হওয়ার স্বপ্ন ছিল। তবে অভিনেত্রী হওয়ার পর মনে হয় এখানেও মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। তাই অভিনেত্রী হয়ে আমি খুশি। কারণ আমি তো মানুষের জবন্যই কাজ করতে চেয়েছিলাম।'
/indian-express-bangla/media/media_files/2025/05/19/khkhkj-989124.jpg)
প্রস্তুতিও শুরু করেছিলেন?
ফারহা খানের শোয়ে এসে রাশি বলেছিলেন, 'আমি তো IAS-এর জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। ইচ্ছে ছিল অফিসার হওয়ার। কিন্তু, ভাগ্য আমাকে ফিল্মি দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করাল। কোনওদিনই মডেল বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেনি। '
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/ieg-cropped-nushrrat-bharuccha-2023-10-30T111655.642.jpg)
কতগুলো ভাষা জানেন রাশি খান্না?
হিন্দি,তামিল, তেলুগু, হিন্দি ও ইংরাজি-এই ভাষাগুলো জানেন অভিনেত্রী রাশি খান্না। উল্লেখ্য, হিন্দি, তামিল, তেলুগু তিনটি ভাষার ছবিতেই কাজ করেন।