Meher Afroz Shaon: রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার শাওন, গণতন্ত্রের কি তবে কন্ঠরোধ করা হচ্ছে বাংলাদেশে?

Meher Afroz Shaon: ধানমন্ডিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। সেই নিয়েই আলোচনা তুঙ্গে। এই প্রসঙ্গে বেশ কিছুদিন ধরেই মেহের সমাজ মাধ্যমে লিখছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Shaon arrested: গ্রেফতার করা হল শাওনকে...

Shaon arrested: গ্রেফতার করা হল শাওনকে... Photograph: (Instagram)

বঙ্গবন্ধুর জন্য মন কাঁদছে, ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই গ্রেফতার মেহের আফরোজ শাওন? হুমায়ূন আহমেদের স্ত্রী সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। এবং তাঁর মন্তব্য ঘিরে দেদার আলোচনা। তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

Advertisment

শাওন সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা নিয়ে। একথা অনেকেই জানেন, ধানমন্ডিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। সেই নিয়েই আলোচনা তুঙ্গে। এই প্রসঙ্গে বেশ কিছুদিন ধরেই মেহের সমাজ মাধ্যমে লিখছিলেন। তবে, এবার আর নয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। তিনি নাকি বর্তমান ইউনূস সরকারকে নিয়ে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছেন।

আসলে, শাওন লাগাতার মুখ খুলছিলেন বাংলাদেশের নানা ঘটনায়। সূত্র বলছে, প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, যদিও বা পরে তাঁকে গ্রেফতার করা হয়। এখানেই, শেষ না। ডিএমপি কমিশনার রেজাউল করিম মল্লিক সূত্রে খবর, অভিনেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রয়েছে। গতকাল রাতে তাঁকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে নানা তথ্য জিজ্ঞাসা করা হবে।

Advertisment

উল্লেখ্য, বাংলাদেশ এখন উত্তাল। সেদেশে একে একে ভাংচুর, দিকে দিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। এমনকি, জানা যাচ্ছে মেহের আফরোজের বাড়িও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন, প্রশ্ন উঠছে এটাই, তাহলে কি সমালোচনা কিংবা আওয়াজ তোলা সেদেশে সম্ভব নয়? গণতন্ত্রের কি তবে কন্ঠরোধ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে? কেউ কি সমালোচনা কিংবা আলোচনা করার ক্ষমতা রাখছেন না? সরকার পক্ষকে নিয়ে সমালোচনা কি তবে কাল হয়ে দাঁড়াচ্ছে?

জানানো হয়েছে হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী এখন তাঁদের হেফাজতে রয়েছে। এখন, প্রশ্ন কখন তিনি ছাড়া পাবেন। কিছুদিন আগেই যখন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা হচ্ছে, তখন শেখ হাসিনা বলেছিলেন, আমার স্মৃতি কেটেছে ওই বাড়িতে। আমার বাবার শেষ যাত্রা হয়েছিল ওই বাড়িতে। সেখানে এরকম অবস্থা। সব শেষ। ভীষণ মন খারাপ শেখ হাসিনার।

Bangladesh Bangladesh Government Bangladeshi actress bangladeshi actor Bangladesh Crisis