Neha Kakkar Concert: কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি, নেহার মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি মেলবোর্নে কনসার্টের আয়োজকদের

Neha Kakkar: মেলবোর্নে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন নেহা কক্কর। অনুষ্ঠানে দেরি করে পৌঁছনো থেকে আয়োজকদের নামে মিথ্যা অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পালটা নেহাকে হুঁশিয়ারি শোয়ের আয়োজকদের। একইসঙ্গে কেন আপশোস তাঁদের?

Neha Kakkar: মেলবোর্নে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন নেহা কক্কর। অনুষ্ঠানে দেরি করে পৌঁছনো থেকে আয়োজকদের নামে মিথ্যা অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পালটা নেহাকে হুঁশিয়ারি শোয়ের আয়োজকদের। একইসঙ্গে কেন আপশোস তাঁদের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 নেহাকে হুঁশিয়ারি মেলবোর্নে কনসার্টের আয়োজকদের

নেহাকে হুঁশিয়ারি মেলবোর্নে কনসার্টের আয়োজকদের

Neha Kakkar Melbourne Concert:মেলবোর্নে আয়োজিত গানের অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের থেকে তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন নেহা কক্কর। মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে ভেসে আসে গো-ব্যাক স্লোগান। এহেন আচরণে অনুষ্ঠান শুরুর আগেই কেঁদে ফেলেন নেহা। গায়িকার চোখের চোখেও চিড়ে ভেজেনি, বরং শুনতে হয়েছিল নাটক করেছেন। অনুষ্ঠান শেষে দেরি করে পৌঁছনোর নেপথ্যে শোয়ের আয়োজকেদের আঙুল তোলেন নেহা। অনুষ্ঠানের অব্যবস্থা নিয়েও অভিযোগ করেন। এখানেই শেষ নয়, নেহা কক্কর বলেছিলেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন। তাঁরা টাকা নিয়ে চম্পট দিয়েছেন আয়োজকরা। নেহার এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন শোয়ের আয়োজকরা। একইসঙ্গে দাবি করলেন তাঁদের কাছে সব তথ্যপ্রমাণও রয়েছে। 

Advertisment

ইনস্টাগ্রামে তাঁরা জানিয়েছেন, 'নেহা কক্করের শোয়ে কী ঘটেছিল তার সমস্ত তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। প্রত্যেকের মুখোশ টেনে খুলে দেব।' এই শোয়ে নেহাকে এনে তাঁরা কত বড় ভুল করেছেন সেই জন্য আফশোস করছেন আয়োজকরা। কারণ তাঁর জন্য কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই হিসেবও সোশ্যাল মিডিয়ায় দাখিল করেছেন শোয়ের আয়োজকরা। নেহার শো ঘিরে বিতর্ক চলছেই। একইসঙ্গে বিদেশে গান গাইতে গিয়ে নেহার কীর্তি এখন টক অফ দ্য টাউন। উল্লেখ্য, বিটস প্রোডাকশন তরফে নেহার সিডনি এবং মেলবোর্নের অনুষ্ঠানের বিস্তারিত খরচের যে তালিকা প্রকাশ করে নেহাকে 'অপেশাদার' তকমা দেওয়া হয়েছে। 

Advertisment

আয়োজকদের বিরুদ্ধে নেহা অভিযোগ করেছিলেন, তাঁদের জন্য খাদ্য বা পানীয় বা হোটেলে থাকার উপযুক্ত ব্যবস্থাও ছিল না। আয়োজকরা পালটা দাবিতে জানিয়েছেন, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। ওই সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে নেহা কক্কর বিমানবন্দরে পৌঁছে আয়োজকদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা ও তাঁর সহযোগীদের জন্য সবরকম বন্দোবস্ত ছিল বলেই দাবি শোয়ের আয়োজকদের। একে অপরকে দোষারোপের জল কতদূর গড়ায় সেটা তো সময় বলবে। 

bollywood movie Bollywood Song Bollywood News Neha Kakkar