‘নেশাগ্রস্তের মতো অভিনয় রূপা গাঙ্গুলির! অন্য কাউকে নিন..’, ‘মেয়েবেলা’ নিয়ে ভয়ঙ্কর অভিযোগ

ধারাবাহিকে রূপা গঙ্গোপাধ্যায়ের ‘বীথি’ চরিত্রে অন্য কাউকে নেওয়ার দাবি উঠল।

Roopa GaRoopa Ganguly, Meyebela, Meyebela serial, actress politician Roopa Ganguly, Roopa Ganguly news, Bengali serial, Tollywood news, Bengali Television stars, Star Jalsha, star jalsha serials, রূপা গঙ্গোপাধ্যায়, রূপা গাঙ্গুলি, অভিনেত্রী রাজনীতিক রূপা গাঙ্গুলি, বাংলা সিরিয়াল, মেয়েবেলা, স্টার জলসা, স্টার জলসার সিরিয়াল, বাংলা ধারাবাহিক, টলিউডের খবর, বাংলা টেলিভিশনের খবরnguly, Meyebela, Meyebela serial, actress politician Roopa Ganguly, Roopa Ganguly news, Bengali serial, Tollywood news, Bengali Television stars, Star Jalsha, star jalsha serials, রূপা গঙ্গোপাধ্যায়, রূপা গাঙ্গুলি, অভিনেত্রী রাজনীতিক রূপা গাঙ্গুলি, বাংলা সিরিয়াল, মেয়েবেলা, স্টার জলসা, স্টার জলসার সিরিয়াল, বাংলা ধারাবাহিক, টলিউডের খবর, বাংলা টেলিভিশনের খবর
'মেয়েবেলা'য় রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয় নিয়ে কটাক্ষ..

প্রায় ৮ বছর বিনোদুনিয়া থেকে দূরে ছিলেন। সক্রিয়ভাবে রাজনীতি করতেই অভিনয় থেকে বিরতি নেন। তবে বছরখানেক বাদে আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় রূপা গঙ্গোপাধ্যায়। ‘মেয়েবেলা’ ধারাবাহিক দিয়েই প্রত্যাবর্তন করলেন। রূপা অভিনীত’বিথী’র চরিত্র এখন রীতিমতো টেলিদর্শকদের অন্দরমহলে চর্চিত হচ্ছে। তবে প্রশংসার পরিবর্তে উড়ে আসছে বেশি কটাক্ষ-ই।

জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালে বিথী শাশুড়ি। ছেলের বউমাকে মোটেই পছন্দ করেন না তিনি। তবে নায়কের মায়ের এমন খলনায়িকা রূপ মোটেই বরদাস্ত করতে পারছেন না দর্শকরা। অতঃপর ‘মেয়েবেলা’র নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হল। এমনকী সেখানে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করতেও পিছপা হলেন না দর্শকদের একাংশ।

তাঁদের অভিযোগ, সিরিয়ালে নেশাগ্রস্থের মতো অভিনয় করছেন রূপা গঙ্গোপাধ্যায়। আবার কারও মন্তব্য, ‘বিথীর চরিত্রে রূপাকে সরিয়ে অন্য কোনও অভিনেত্রীকে নিন।’ দর্শকদের কেউ আবার নির্মাতাদের কাছে সরাসরি আর্জি জানিয়েছেন যে, বিথীর চরিত্রে তাঁরা ইন্দ্রাণী হালদারকে দেখতে চান। দর্শকদের কারও আবার রূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে ধরণ পছন্দ হচ্ছে না। বলছেন, ‘বিথী এমন ভাবখানা করে যে, সবাই দোষী। সে একাই খালি ধোয়া তুলসিপাতা।..’ অতঃপর লাগাতার সমালোচনা, কটুক্তির পাহাড়। এদিকে দর্শকদের মনেও ক্ষোভ জমছে।

[আরও পড়ুন: ধরাছোঁয়ার বাইরে সূর্য-দীপা! TRP কমলেও সেরার সেরা পর্ণা-মিতুল, এগিয়ে রইল কারা?]

প্রসঙ্গত, বাংলা সিরিয়ালের প্লটে অবশ্য এই প্রথম শাশুড়ি-বউমার তরজা দেখানো হচ্ছে না। এই কন্টেন্ট জলভাত হয়ে দাঁড়িয়েছে দর্শকদের কাছে। তবে বহু বছর বাদে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন উপরন্তু, টেলিভিশনের পর্দায়.. এই দুটো ফ্যাক্টর দর্শকদের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তবে ধারাবাহিক চালু হওয়ার মাস দুয়েকের মধ্যেই দর্শকমহলে উত্তেজনা। সম্ভবত রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে সেই ম্যাজিক খুঁজে পাচ্ছেন না তাঁরা। যার জেরে তাঁকে সরিয়ে অন্য কোনও অভিনেত্রীকে বিথীর চরিত্রে কাস্ট করার দাবি তুলেছেন দর্শকমহলের একাংশ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Meyebela audience slams roopa ganguly demands replace

Next Story
‘এখনকার বলিউড মিউজিক অখাদ্য! পাতে দেওয়া যায় না..’ বিস্ফোরক কুমার শানু
Exit mobile version