Web Series: জানুয়ারির আর ক'দিন মাত্র বাকি, OTT প্ল্যাটফর্মে বাংলা থেকে হিন্দি এই রিসেন্ট রিলিজগুলো অবশ্যই দেখুন...

Web series OTT Release: মানুষ এখন সিনেমার থেকে বেশি সিরিজে বন্দী। জানুয়ারির মাঝ থেকে শেষ, ইংরেজি থেকে হিন্দি এবং বাংলা এই সিরিজগুলো দেখতে পারেন।

author-image
Anurupa Chakraborty
New Update
web series

web series- এই সিরিজগুলো একেবারেই মিস করবেন না... Photograph: (ফাইল চিত্র )

ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কম আছেন। বিশেষ করে, মুঠোফোনের দুনিয়ায় মানুষ এখন সিনেমার থেকে বেশি সিরিজে বন্দী। জানুয়ারির মাঝ থেকে শেষ, ইংরেজি থেকে হিন্দি এবং বাংলা এই সিরিজগুলো দেখতে পারেন। 

Advertisment

উইথ লাভ, মেগানঃ যারা মেগানকে চেনেন, অর্থাৎ ডাচেস অফ সাসেস্ক, তাঁর জীবন কাহিনী নিয়ে এই সিরিজ অনেকেরই পছন্দ হবে। বিশেষ করে, যারা রাজ পরিবার এবং তাঁদের অন্তর্বর্তী গল্প জানতে চান, এই সিরিজ তাঁদের খুব ভাল লাগবে। প্রতিটা পর্বেই নতুন কিছু দেখাবে। এই সিরিজ দেখা যাবে নেটফ্লিক্স-এ

XO, Kitty season 2: XO, Kitty season 2, ফের একবার নতুন ড্রামা এবং কৌতুক নিয়ে হাজির হয়েছে। কিটি সং কোভি (আনা ক্যাথকার্ট) কোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল সিওলে ফিরে এসেছে। আর এবার তাঁর লক্ষ্য, শুধু ত্রিকোণ প্রেম বা বন্ধুত্ব নয়, বরং এবার তাঁর একটাই লক্ষ্য, তাঁর মায়ের ম্রুত্যুর অতীতে ডুব দেওয়া। দেখা যাবে নেটফ্লিক্সে, ১৬ই জানুয়ারি থেকে। 

পুরোপুরি একেনঃ ফের একবার একেনবাবু আসছেন রহস্যের আসর জমাতে। তিনি মানেই একদিকে যেমন, রহস্যের উদঘাটন হবে তেমনই অন্যদিকে, হাসি-মজাও থাকবে। হইচই প্ল্যাটফর্মে পুরোপুরি একেন দেখা যাবে ২৩ জানুয়ারি থেকে। 

Advertisment

পাতাললোক সিজন টুঃ জয়দীপ আহালাওয়াত ফিরচেন পাতাললোকের দ্বিতীয় সিজন নিয়ে। আর এবার যত কেস, যত গণ্ডগোল নর্থ-ইষ্টে। কেসের সুরাহা করতে হাতিরাম চৌধুরী ফের একবার পাতালে প্রবেশ করতে চলেছেন। এই সিরিজ দেখা যাবে আগামীকাল থেকে প্রাইম ভিডিওতে। 

দ্যা রোশনসঃ বলিউডের রোশন পরিবারকে কে না চেনে। একদিকে, রাকেশ রোশন, অন্যদিকে তাঁর ভাই রাজেশ এবং ছেলে হৃতিক, সব মিলিয়ে এক আপস অ্যান্ড ডাউন জার্নি হতে চলেছে এই ডকু সিরিজ। ভারতীয় সিনেমায় তাঁদের কন্ট্রিবিউশ্ন তুলে ধরবে এই সিরিজ। দেখা যাবে ১৭ই জানুয়ারি থেকে নেটফ্লিক্সে। 

web series OTT