Advertisment

Mika Singh: খোলা পিঠে মিকার সঙ্গে গা ঘেঁষে রইলেন 'আশ্রমে'র বাঙালি কন্যা ত্রিধা, কোনও গোপন গল্প নয় তো?

Mika singh with bengali Actress: নায়িকাদের সঙ্গে মাঝেমধ্যে তাঁকে দেখা যায় মিউজিক ভিডিওর ক্ষেত্রে। আর এবার তো ববি দেওলের আশ্রম অভিনেত্রীর সঙ্গে যে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রইলেন তিনি তাতে অনেক প্রশ্ন উঠছে। মিকার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বাঙালি অভিনেত্রী ত্রিধা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mika singh, mika singh with Bengali actress tridha, tridha Choudhury, tridha Choudhury with mika singh, Bollywood, mika and tridha together

mika-tridha: কী করছেন দুজনে একসঙ্গে?

মিকা সিংয়ের স্বয়ম্বর আয়োজনের পরও তাঁর হিল্লে হয়নি। বরং গায়কের সঙ্গে কিছু ক্ষেত্রে নায়িকা নাম জড়ালেও শিল্পী কোনোভাবেই সেইসব বিষয়ে কোনও কথা জানান নি। কিন্তু, এবার...

Advertisment

নায়িকাদের সঙ্গে মাঝেমধ্যে তাঁকে দেখা যায় মিউজিক ভিডিওর ক্ষেত্রে। আর এবার তো ববি দেওলের আশ্রম অভিনেত্রীর সঙ্গে যে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রইলেন তিনি তাতে অনেক প্রশ্ন উঠছে। মিকার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বাঙালি অভিনেত্রী ত্রিধা। লাল পিঠ খোলা পোশাকে দেখা গেল তাঁকে।

একদম গা ঘেঁষে দাঁড়িয়ে রইলেন অভিনেত্রী। দর্শকরা প্রশ্ন তুলছেন হচ্ছেটা কী? তাহলে কি নতুন কোনও গান? নাকি সম্পর্কে জড়াচ্ছেন তাঁরা? গোপন গল্পের শুরু কোথায় সকলেই জানতে চাইছেন। মিকা বলিউডের বেশ জনপ্রিয় মুখ। সেখানে ত্রিধা অভিনয়ের দিকে কিছু কম যান না।

আরও পড়ুন - Sonakshi Sinha: বাবার হাত ধরেই বৈবাহিক জীবনে প্রবেশ সোনাক্ষীর, কাঁদলেন শত্রুঘ্ন! কিন্তু নতুন বউ যে এমন কান্ড করবেন…

Advertisment

আবার কেউ কেউ এমন প্রশ্নও করছেন তারা কি একসঙ্গে আশ্রম ৩ - এ অভিনয় করতে চলেছেন? সেই সংক্রান্ত কিছু পোষ্ট শেয়ার করলেও, নিজে মুখে কিছুই জানান নি। আবার বাঙালি এই অভিনেত্রীও সেই সংক্রান্ত কিছুই পোস্ট করেননি।  কিন্তু প্রশ্ন উঠেছে অনেক।

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি টলিউডেও মিকা অনেকগুলো সুপারহিট গান উপহার দিয়েছেন। গত সিজনে সারেগামাপার মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে।

bollywood Entertainment News Mika Singh Tridha Chowdhury
Advertisment