/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Mika-Kangana.jpg)
"করণ জোহর (Karan Johar), হৃতিক রোশন (Hrithik Roshan), রণবীর সিং (Ranveer Singh) হোক কিংবা অন্য বলিউড সেলেব, ওঁদের মতো নরম মানুষদের সঙ্গে পাঙ্গা নিয়ে পার পেয়ে গিয়েছো, কিন্তু এখানে নাক গলাতে এসো না!..", কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) কোনওরকম রেয়াত না করেই একেবারেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মিকা সিং (Mika Singh)। প্রসঙ্গ, কৃষি আন্দোলন।
সম্প্রতি কঙ্গনা রানাউত কৃষি আন্দোলনের অন্যতম মুখ পাঞ্জাবের বয়স্কা মাহিন্দর কৌরকে শাহিনবাগের বিলকিস দাদি বলে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, "১০০ টাকার বিনিময়ে তাঁকে কৃষি আন্দোলনে বিক্ষোভ প্রদর্শনের জন্য কিনে আনা হয়েছে।" কঙ্গনার এই মন্তব্যে নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তো উঠেইছিল, উপরন্তু পাঞ্জাবের তারকারা একযোগে এর বিরোধিতাও করেছিল। বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে একহাত নিতে ছাড়েননি দিলজিৎ দোসাঞ্ঝ। যার জেরে অভিনেতা এখন রীতিমতো খবরের শিরোনামে। কঙ্গনাকে 'সবক' শেখানোর জন্য দিলজিতের টুইটার ফলোয়ারের সংখ্যা গত ২ দিনে বেড়ে প্রায় ৪ লক্ষ দাঁড়িয়েছে। আর এসবের মাঝেই গায়ক মিকা সিং কঙ্গনাকে বেনজির আক্রমণ করলেন।
টুইটারে মিকা লেখেন, "সমস্ত পাঞ্জাবী ভাইদের অনুরোধ করছি শান্ত থাকার জন্য। কঙ্গনার প্রতি আমার ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই ঠিকই, ও একটা ভুল মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতে ক্ষমা না চাইলেও সেই টুইটও ডিলিট করে দিয়েছেন। আমাদের লক্ষ্য কৃষকদের পাশে দাঁড়ানো। তাই ওটাতেই আপাতত ধ্যান দেওয়া উচিত আমাদের। ও পাগল, তাই ওঁকে ওঁর মতো থাকতে দিন। আর কঙ্গনা তুমি করণ জোহর, হৃতিক রোশন, রণবীর সিংয়ের মতো বলিউডের নরম মানুষদেরকে টার্গেট করে পার পেয়ে গিয়েছো, কিন্তু এখানে ভুলেও এসো না!" কঙ্গনাকে আক্রমণ করে মিকার এই টুইট বর্তমানে দাবানল গতিতে ভাইরাল নেটদুনিয়ায়।
Saada intention hain to support our farmers, so let’s focus there. She is crazy, so let her live her life. Beta @KanganaTeam when target soft people like @karanjohar@RanveerOfficial@iHrithik or other celebs from Bollywood you get away with it but Puttar ji iss taraf mat aao. https://t.co/sWS9WHtTSd
— King Mika Singh (@MikaSingh) December 4, 2020