পিঠ ছাপিয়ে ঢেউ খেলানো লম্বা চুল। কপালে বড় সিঁদুরে টিপ। নাকে নাকছাবি, মাথাপট্টি ও ভিন্ন গয়না... এ কোন বেশে মিলিন্দ সোমান (Milind Soman)? একনজরে দেখলে এমন প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয়। মিলিন্দ অবশ্য বরাবরই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। তবে এটা নিছকই কোনও ফটোশুটের জন্য নয়, আদতে এই অবতারে অভিনেতাকে দেখা যাবে এক ওয়েব সিরিজে। যেখানে তিনি এক তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন।
Advertisment
ওয়েব সিরিজের নাম 'পৌরুষপুর' (Paurashpur)। অল্ট বালাজি ও জিফাইভের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। দুটো ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাবে। পৌরাণিক প্রেক্ষাপটে কাল্পনিক এক সাম্রাজ্যের কাহিনির প্রেক্ষিতেই তৈরি হয়েছে এই সিরিজ। রাজপরিবারের কল্পকাহিনি, রাজনীতি ও লিঙ্গের লড়াই.. এই হল 'পৌরুষপুর'-এর মূল প্রতিপাদ্য বিষয়। মিলিন্দ অবশ্য নভেম্বরের গোড়ার দিকেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এরকম এক ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে তিনি আসতে চলেছেন। অবশেষে শনিবার, সেই ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন।
'পৌরুষপুর' ওয়েব সিরিজে মিলিন্দ সোমানকে বোরিস নামে এক তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে দেখা যাবে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য যে সমাজ সেকাল-একালে কিছুই বদলায়নি, সেই লড়াইয়ের কাহিনিই মিলিন্দের চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে 'পৌরুষপুর'-এ। উল্লেখ্য, এর আগে কখনও তাঁকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।
ওয়েব সিরিজের প্রথম ঝলক শেয়ার করে মিলিন্দ লিখেছেন, “এমন কোনও চরিত্র আগে কখনও করিনি… পৌরষপুরের জগতে তৃতীয় লিঙ্গের মানুষদের সবসময়ই অধিকারের লড়াই চলতে থাকে। নজরকাড়া ব্যক্তিত্বের পাশাপাশি একজন বুদ্ধিমান মানুষ। বরিসের চরিত্রের নানা দিকের সাক্ষী থাকুন”। মিলিন্দ ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অন্নু কাপুর, শিল্পা শিণ্ডে, শাহির শেখ, ফ্লোরা সাইনি, পৌলমী দাসের মতো টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্মের চেনা মুখরা।