scorecardresearch

শিবু-নন্দিতার পুজোর বাজি আবির-মিমি, অনুরাগীরা বলছেন ‘ফাটাফাটি’

পুজোয় মুক্তি পাচ্ছে নতুন ছবি।

Mimi Chakraborty, Abir Chatterjee, Abir Mimi, Windows Production, Shiboprasad Nandita, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, আবির মিমি, শিবু-নন্দিতা, পুজোর সিনেমা, পুজো রিলিজ, টলিউডের খবর
শিবু-নন্দিতার ছবিতে মিমি-আবির জুটি, আসছে পুজোয়

গরমের ছুটি বাদ দিয়ে এবার পুজোর সময়ে সিনেমা রিলিজ করতে চলেছেন শিবু-নন্দিতা। জুটিও ‘ফাটাফাটি’! প্রথমবার একে-অপরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়।

‘পোস্ত’র পর আবারও উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করছেন মিমি। শিবু-নন্দিতার সঙ্গে তাঁর সেকেন্ড ভেঞ্চার। যদিও ‘পোস্ত’র হিন্দি রিমেকে রয়েছেন মিমি, তবে সেই সিনেমা আপাতত মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, উইন্ডোজ ব্যস্ত ঋতাভরী চক্রবর্তীর ‘ফাটাফাটি’ নিয়ে। মে মাসে মুক্তি পাবে। যে ছবিতে ঋতাভরীর বিপরীতে আবিরকে দেখা যাবে। এবার দুই অভিনেতাই শিবু-নন্দিতার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন।

গল্প কীরকম? সেটা না ভাঙলেও শিবপ্রসাদের বক্তব্য, “এমন একটা ঘটনা নিয়ে সিনেমা যা গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি দুর্গাপুজোর গন্ধও রয়েছে গল্পে, আর তাই পুজোকে বাদ দিয়ে এই সিনেমার মুক্তি ভাবা অসম্ভব। আবির এবং মিমিকে একসঙ্গে পাওয়া অন্যরকম অভিজ্ঞতা। নতুন জুটি পাচ্ছে টলিউডও।”

[আরও পড়ুন: রাত ২টো ৪১! রাজ চক্রবর্তীর সেটে ‘সাদা-কালা..’ গেয়ে ‘হাওয়া’ গরম করলেন নুসরত]

নতুন ছবি প্রসঙ্গে মিমির মন্তব্য, “একটা আন্তর্জাতিক মানের গল্প উপহার দিতে চলেছি। এটুকুই বলতে পারি।” অন্যদিকে আবিরের কথায়, “অনেক সিনেমায় মিমির সঙ্গে অভিনয় করলেও এই প্রথম একে-অপরের বিপরীতে। শুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছি।”

মিমি-আবির ছাড়া এই সিনেমায় আর কে কে থাকছেন? সেটা অবশ্য এখনও জানানো হয়নি। তবে আগামী ১৫ মার্চ থেকে শুটিং শুরু হবে। সিংহভাগ শুটিং হবে আউটডোর লোকেশনে। তার মধ্যে রয়েছে- ধূলাগড়, বানতলা, বোলপুর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mimi chakraborty abir chatterjee in shiboprasad nanditas film